কমেডির মাধ্যমে জীবনের ভার লাঘব করা সহজ নয়, আজীবন সেই কঠিন কাজ করে চলে গেলেন শোলে'র ‘কালিয়া’

 অভিনয়ের মাধ্যমে একটা চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়, ভুলে যেতে হয় নিজস্বকে, যা সকলের কম্ম নয়, যাঁরা পারেন তাঁরাই সত্যিকারের ‘অভিনেতা-অভিনেত্রী’ হিসেবে দর্শকদের মনে থেকে যান।  ঠিক সেরকমই একজন অভিনেতা বিজু খোটে। আজ, ৩০ সেপ্টেম্বর ভোর ৬টা ৫৫ মিনিটে মুম্বাইয়ে নিজ বাড়িতেই জীবনাবসান হয় ৭৭ বছর বয়সী সেই প্রবীণ অভিনেতার। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। কাজ করছিল না শরীরের বিভিন্ন অঙ্গ।

‘আব তেরা কেয়া হোগারে কালিয়া’... ‘সর্দার, ম্যায়নে আপ কা নমক খায়া হ্যায়’—বলিউডের বিখ্যাত ‘শোলে’ ছবির এই সংলাপ একসময় রীতিমতো স্লোগানে পরিণত হয়েছিল। বলিউডের সবচেয়ে জনপ্রিয় সংলাপগুলোর অন্যতম। হিন্দি এই সংলাপগুলো শুনলেই দু’টি চেহারা ভেসে আসে। একটি ‘গব্বর সিং’ চরিত্রের আমজাদ খান, অন্যটি ‘কালিয়া’ চরিত্রের বিজু খোটে। তবে শুধু ‘শোলে’ই তাঁর অভিনেতা পরিচয় নয়। ১৯৬৪ সালে ‘ইয়া মালাক’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু হয় তাঁর। তারপর ‘কোরবানি’, ‘নাগিনা’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘আন্দাজ আপনা আপনা’ বলিউডের বহু সুপারহিট ছবিতেই তাঁর অভিনয় প্রতিভার নজির রাখেন তিনি। টিভি শো 'জবান সামভালকে'-তে নজর কেড়েছেন তিনি। নিজেকে উজাড় করে কমেডির মাধ্যমে জীবনের ভার লাঘব করার কাজ বোধহয় সবচেয়ে কঠিন, আর তা আজীবনই পর্দায় করে গিয়েছেন তিনি।

‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে ‘রবার্ট’ চরিত্রে অসাধারণ অভিনয় করেন বিজু। ছবিতে তাঁর সংলাপ ‘গলতি সে মিসটেক হো গ্যায়া’ দারুণ জনপ্রিয় হয়। গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরবর্তী সময়ে বিভিন্ন ছবিতে হাসির দৃশ্যে সংলাপটি ব্যবহার করা হয়। এই সংলাপ নিয়ে গানও হয়েছে।

তাঁর প্রয়ানে ঋষি কাপুর লিখেছেন, ‘অনেক বছরের পুরোনো আমাদের বন্ধুত্ব। মনে পড়ে দুই বন্ধু বাইক চালাতাম। আমরা সে সময় হলিউডের ছবি দেখে দিনের পর দিন কাটিয়েছি। তোমাকে মিস করব। আহ বিজু!’

হিন্দি ও মারাঠি ভাষার তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি দীর্ঘ সময় ধরে মারাঠি থিয়েটারে অভিনয় করেছেন। তাঁকে শেষ দেখা যায় ২০১৮ সালের ছবি ‘জানে কিঁউ দে ইয়ারো’তে। এ ছাড়া ‘গোলমাল থ্রি’, ‘অতিথি তুম কাব যাওগে’ এবং ‘আজব প্রেম কি গজব কাহানি’-তে দেখা যায় তাঁকে। আজ তাঁর চলে যাওয়ায় শোকস্তব্ধ গোটা বলিউড। দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রাখবেন ‘শোলে’ ছবির ‘কালিয়া’ চরিত্রটির জন্য। প্রায় সমস্ত সংবাদমাধ্যমের শিরোনামে তাঁকে স্মরণ-সম্মোধন করা হয়েছে ‘কালিয়া’ নামে, এ একজন প্রকৃত অভিনেতারই প্রাপ্তি। কারণ, একজন প্রকৃত অভিনেতাই পারেন নিজের পরিচয় ভুলিয়ে দর্শকহৃদয়ে তাঁর অভিনীত চরিত্রের মাধ্যমে চিরপরিচিত হয়ে থাকতে।   

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...