ক্যানসারের লাস্ট স্টেজে আক্রান্ত ‘ভূতের ভবিষ্যৎ’-এর আত্মারাম! জানালেন পরিচালক অভিজিৎ পাল

জীবনের বেশিরভাগ সময়টাই দিয়েছেন থিয়েটারকে। সিনেমায় কতটা ক্রিনটাইম রয়েছে তাঁর চরিত্রে। এই সব নিয়ে কখনই ভাবেননি তিনি। ছোট ছোট চরিত্র করেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তিনি উদয় শংকর পাল। 

তিনি অসুস্থ। বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার খবর ফেসবুকের মাধ্যমে জানান পরিচালক অভিজিৎ পাল। উদয়বাবুর ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “আমার প্রিয় উদয়দা। আমাদের সব্বার প্রিয় আত্মারাম। একজন মারাত্মক চরিত্র অভিনেতা। এত আড্ডা এতো স্ক্রিপ্ট নিয়ে কাটাছেঁড়া। এতো ভাবনা, এত পথ চলা। গত দুদিন আগে জানতে পারা মারণরোগ ক্যানসার তোমাকে থমকে দিয়েছে। লাস্ট স্টেজ। এইতো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এতো কথা হল। সেভাবে তোমাকে নিয়ে কেউ লিড হিসেবে কোনওদিন কাজ করেননি। আমি চেষ্টা করছিলাম একটা পুরো সিনেমা জুড়ে তোমাকে আঁকতে। গত তিন বছর ধরে তোমাকে নিয়ে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মন ভীষণ ভারি। তুমি জানি না আর কতদিন আছ! আমাদের নতুন ছবির কাজ (যা গত তিন বছর ধরে সাজিয়েছি) এই মাসের শেষ থেকেই শুরু হওয়ার কথা ছিল। গরমের জন্য কটাদিন পিছোতে বল্লে… তোমার ফোন কি আর আসবে উদয়দা?”

‘ভূতের ভবিষ্যৎ’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন উদয় শংকর পাল।

অন্যদিকে, অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত পরিচালক অনীক দত্ত। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন যে তাঁর শেষ ছবিতেও উদয়বাবু রয়েছেন। তবে, ডাবিং এখনও হয়নি। ফোনে অভিনেতাকে না পাওয়া দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি। 

সংবাদমাধ্যমে পরিচালক অভিজিৎ পাল জানিয়েছেন যে দিদির সঙ্গে থাকেন উদয়বাবু। গত কয়েকমাস ধরেই কাশি হচ্ছিল তাঁর। গত ডিসেম্বর মাসে হঠাৎই কাশির সঙ্গে রক্ত বের হয়। এরপরেই চিকিৎসককে দেখানো হয়। তখনই ক্যানসারের কথা জানা যায়। এত ব্যয়বহুল চিকিৎসা তাঁর পক্ষে করা সম্ভব নয়। ফলে, শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এছাড়া গিল্ডের সঙ্গেও কথা বলেছিলেন তিনি।

অভিনেতা সুমিত সমাদ্দার জানিয়েছেন যে তাঁদের যত বন্ধুবান্ধব রয়েছেন সকলের সঙ্গে কথা বলে কিছু করার চেষ্টা করবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...