চলে গেলেন রুমা গুহঠাকুরতা।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন । সোমবার ৩৮ বালিগঞ্জ প্লেসে তাঁর নিজের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।
সতী দেবী, সত্যেন ঘোষের মেয়ে রুমা ছোটোবেলা থেকেই গান ও অভিনয়ে দক্ষ ছিলেন। ছোটবেলায় আলমোড়া ও মুম্বই এ বেড়ে ওঠেন রুমা।
তাঁর মা সতী দেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা রুমা গুহঠাকুরতা তাই নিজের ছন্দেই সেই পরিমন্ডলের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আলমোড়ায় উদয় শংকর কালচার সেন্টারের মিউজিক অ্যাসেম্বলের সদস্য ছিলেন ও পরে মুম্বইয়ে পৃথ্বী থিয়েটারে মিউজিক ডিরেকটর হন রুমার মা সতী দেবী। তিনিই ছিলেন দেশের প্রথম মহিলা সংগীত পরিচালক।
রুমা গুহঠাকুরতা একজন অসামান্য গায়িকা ছিলেন। গণনাট্য আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। ১৯৫৮ সালে গড়ে তোলেন 'ক্যালকাটা ইয়ুথ কয়্যার'।
গণনাট্য আন্দোলনের একটা যুগের অবসান হয়ে গেল তাঁর মৃত্যুতে। রুমা গুহঠাকুরতার গাওয়া গণসঙ্গীতগুলি আজও যে কোনো আন্দোলনের প্রাণ।
সঙ্গীতের সব ধারায় তাঁর ছিল অবাধ বিচরণ। ছিলেন আইপি টি এর একজন অন্যতম প্রধান নেত্রী।
সত্যজিৎ রায় পরিচালিত 'অভিযান' (১৯৬২) ও 'গণশত্রু' (১৯৮৮)-তে রুমা দেবী অভিনয় করেছেন। এছাড়াও বালিকা বধূ, অ্যান্টনি ফিরিঙ্গি, অমৃত কুম্ভের সন্ধানের দাদার কীর্তি’, ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘হংসমিথুন’, ‘তিন কন্যা’ ‘পলাতক’ 'আশিতে আসিও না', অভিযান, ক্ষনিকের অতিথি, পার্সোনাল অ্যাসিস্টেন্ট, অ্যান্টনি ফিরিঙ্গি, প্রভৃতি সিনেমায় তাঁর অভিনয় আজও বাঙালির মনে গেঁথে আছে।
ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘আশিতে আসিও না’ ছবিতে ‘তুমি আকাশ এখন যদি হতে’ গানটির দৃশ্যায়নে রুমার অভিনয় আজীবন মনে রাখবেন দর্শকরা।
'তিনকন্যা'র 'মণিহারা'য় অভিনেত্রী কণিকা মজুমদারের লিপে 'বাজে করুণ সুরে' গানটি রুমা দেবীর গাওয়া।
তিনি ছেলে অমিত কুমারের বাড়িতে মুম্বইতে ছিলেন। কিছুদিন আগেই শহরে ফেরেন কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা। তিনি তাঁর নতুন নাত বৌকে দেখতে কলকাতায় এসেছিলেন। গতকাল রাতেও সকলের সঙ্গে গল্প করেছিলেন তিনি। ঘুমের মধ্যেই রাতে মারা যান। সকাল ৮.০০ টায় বাড়ির লোকেরা তাঁকে ওই অবস্থায় দেখতে পান।
এ দিনই ছেলে অমিত ও মেয়ে শ্রমণা মুম্বই থেকে কলকাতায় আসার পর শেষকৃত্য সম্পন্ন হবে।
রুমা গুহঠাকুরতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়সহ টলিউডের শিল্পীরা। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Saddened at the passing away of Ruma Guha Thakurta. Her contribution to the field of cinema and music will always be remembered. My condolences to her family and her admirers
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2019