২০২২ সালের শেষের দিকে অনেক লড়াইয়ের পর থেমে যায় সবকিছু, সকলকে ছেড়ে চলে যান অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর সেই লড়াইয়ে পরিবার ছাড়াও পাশে ছিলেন তাঁর সবথেকে কাছের বন্ধু, অভিনেতা সব্যসাচী চৌধুরী। সেই সময় পণ করে নিয়েছিলেন যা ঐন্দ্রিলাকে হাসপাতাল থেকে ঠিক ফিরিয়ে আনবেন। কিন্তু সেটা আর হয়নি! থমকে যায় সব, ভেঙে পড়েন সব্যসাচী!
ঐন্দ্রিলার মৃত্যুর পর সবকিছু ছেড়ে দিয়েছিলেন সব্যসাচী। এমনকি সোশ্যাল মিডিয়াও ছেড়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। বর্তমানে রামপ্রসাদ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।
এবার দেখা মিলল সোশ্যাল মিডিয়ায়। তবে, নিজের পেজে নয়। তাঁকে দেখা গেল বন্ধু সায়কের ফেসবুক পেজে। শোনা গেল তিনি ফিরতে চলেছেন অন্যভাবে। সোশ্যাল মিডিয়ায় আসছে তাঁর নতুন প্রজেক্ট। ‘ন্যাড়া ছাদের গপ্পো’। কিন্তু কি সেটা?
আসলে রামপ্রসাদ ধারাবাহিকের একাধিক কলাকুশলীরা মিলে সম্প্রতি একটি পডকাস্ট শো করছেন। ইউটিউবে এতদিন তাঁরা সেখানে নিয়মিত গল্প পোস্ট করতেন। এবার সেটাই নতুন রূপে আসছে ফেসবুকে। তাঁদের এই পডকাস্ট শোয়ের নাম ‘ন্যাড়া ছাদের গল্প’।
এই বিষয়ে অভিনেতা সব্যসাচী জানিয়েছেন যে এটি একটি ইউটিউব চ্যানেল, যা গত ১০ মাস ধরে চলছে। সেখানে ইতিমধ্যে একটি গল্প সায়ক পাঠ করেছেন। তিনি জানিয়েছেন যে এবারের গল্প পায়েল দের কণ্ঠ শোনা যাবে। তিনি আরও জানান যে আগামী ৩০ তারিখ থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নেকী’ গল্পটি শোনা যাবে। তাতে পায়েল ছাড়াও যুধাজিৎ, অনিকেতরা পাঠ করেছেন।
এদিন পুরো ভিডিয়োতে কাজের কথা সাথেই সায়কের সঙ্গে ঠাট্টা-ইয়ার্কিতে মাতেন সকলে।
তবে, এই কথার পড়ে এদিন সায়ক-সব্যসাচীরা আরও একটি খবর জানান সকলকে। কিন্তু কী সেই খবরটা? তাঁরা জানালেন যে এবার থেকে ফেসবুকেও থাকছে ‘ন্যাড়া ছাদের গপ্পো’র পেজ। ভিডিয়োর মধ্যেই সায়ক তার লিঙ্কও শেয়ার করে দিয়েছেন।