তাঁকে আমরা টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা হিসেবেই চিনি। কিন্তু এবার তাঁকে দেখা যাবে এক অন্য ভূমিকায়। তইনি অভিনেতা রণজয় বিষ্ণু। মফস্সল থেকে শুরু হয়েছিল তাঁর কঠিন পথচলা। এখন তিনি হয়ে উঠেছেন টলিপাড়ার ব্যস্ততম অভিনেতা। জীবনের নানারকম ওঠাপড়ার সাক্ষী রয়েছেন তিনি। এবার সেই ওঠাপড়া নিয়ে কলম ধরলেন রণজয়।
কিন্তু হঠাৎ করে তিনি অভিনয়ের পাশাপাশি এরকম লেখালিখির ভাবনায় ডুবলেন কেন? এই বিষয়ে এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন যে বেশ কিছুদিন আগে থেকেই এই ভাবনা এসেছিল তাঁর মাথায়। কিন্তু তিনি খুব ভাবনাচিন্তা করে লেখেন, এমনটা মোটেই নয়। মাথায় কিছু এলে অথবা মনে কিছু চললে সেটাকে লিখে ফেলেন অভিনেতা। নিজের লেখাকে ‘ভুলভাল’ লেখা বলেন তিনি। তবে, তাঁর সেই লেখা শুনে অনেকেই মিল পেতেন।
এই কাজে রণজয় জুটি বেঁধেছেন আরও এক অভিনেতা নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন রণজয়। সেখানে দেখা যাচ্ছে যে অভিনেতা নিজের লেখা পাঠ করছেন আর নীল গান গাইছেন। যুগলবন্দি নিয়ে রণজয় জানিয়েছেন যে তাঁর বহুদিনের ইচ্ছে ছিল ভালো সঙ্গী পাওয়ার। আর তাই এদিন তিনি কবিতা পাঠ করছিলেন এবং তাঁর সঙ্গী নীল গান গাইছিলেন। তাঁরা ঠিকও করেছেন যে কোথাও এমন একটা অনুষ্ঠানও করবেন একসাথে।
গত ৬-৭ বছর ধরে লেখালিখির কাজে রয়েছেন রণজয়। এই বিষয়ে তাঁকে কেউ অণুপ্রেরণা জাগায় নিই। নিজের জীবনবোধ থেকেই তিনি লেখেন।
মহাদেব সাহা, হুমায়ুন আহমেদ, ভাস্কর চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকের লেখা পড়তে ভালোবাসেন তিনি। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে এই লেখাকে পেশা করার কোনও পরিকল্পনাই নেই তাঁর। এই লেখা হল তাঁর মনের বহিঃপ্রকাশ।
সম্প্রতি জি বাংলা চ্যানেলে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে, স্বেতা ভট্টাচার্যের বিপরীতে ‘অনিকেত’ চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু।