আজ মহানায়কের ৩৮ তম মৃত্যুবার্ষিকী, আর আজই মৃত্যু হলো মহানায়কের আরেক অভিনেত্রী বাসবী নন্দীর|মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২বছর|অভিনয়ের পাশাপাশি ছিলেন গান ও ধ্রুপদী নৃত্যে সমান পারদর্শী|১৯৩৯ সালে অভিনেত্রীর জন্ম|পড়াশুনা কলকাতার ইউনাইটেড মিশনারী গার্লস হাই স্কুলে|তারপরে আশুতোষ কলেজে আই.এ পাশ করেনতিনি|ছিলেন উৎপলা সেনের ছাত্রী|১৯৫৮ সালে ‘যমালয়ে জীবন্ত মানুষ’ ছবিতে তাঁর প্রথম আত্মপ্রকাশ|১৯৭৪য়ে ‘বনপলাশীর পদাবলী’তে উত্তমকুমারের বিপরীতে তাঁকে অভিনয় করতে দেখা যায়|এই ছবির জন্য তিনি পুরস্কার পান|এছাড়াও বাঘিনী, রাতের কুহেলি, আগমন, গজমুক্তা, প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন|হিন্দি ছবি ‘দো দিলো কি দাস্তা’ ছবিতেও তাঁকেঅভিনয় করতে দেখা যায়|তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনয় জগত|লাইম লাইটের আড়ালে থাকা এই অভিনেত্রীর শেষকৃত্য ও শেষ হলো নিস্তব্ধে, বিনা আড়ম্বরে|