বিদেশী পর্যটকের সংখ্যা বাড়ল কলকাতায়

 

 বিদেশী পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গা হিসেবে দেশের মধ্যে কলকাতা এগিয়ে রয়েছে। এপ্রিল-ডিসেম্বর ২০১৯ এর ফরেন ট্যুরিস্ট অ্যারাইভাল হিসেবে দেশের মেট্রো সিটিগুলির মধ্যে কলকাতা সবচেয়ে ওপরে রয়েছে। আইটি শহর বেঙ্গালুরুর থেকেও কলকাতায় পর্যটকের আনুপাতিক হার বেড়েছে ওই সময়ে। কলকাতার পর্যটকের সংখ্যা ১৩.৩% বেড়েছে, যেখানে বেঙ্গালুরুতে ১২.৫% বেড়েছে। চেন্নাইতে মাত্র ২.১% ট্যুরিস্টের সংখ্যা বেড়েছে। জয়পুর, দিল্লি, মুম্বইতে এফটিএ গ্রোথ নেগেটিভে চলে গেছে বলে সূত্রের খবর।

             কলকাতা এবং বেঙ্গালুরুতেই এফটিএ গ্রোথ তুলনামূলক বেশি। পশ্চিমবঙ্গে বিদেশী পর্যটক আগমনের সংখ্যা  আগের তুলনায় বেড়েছে এবং কেরালাকে টপকে দেশের মধ্যে ষষ্ঠ রাজ্য হিসেবে জায়গা করে নিয়েছে। এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গের আগে রয়েছে তামিলনাড়ু, মহারাষ্ট্র, ইউপি, দিল্লি এবং রাজস্থান। রাজ্য পরিবহন দফতরের মুখ্য সম্পাদক নন্দিনী চক্রবর্তী জানান, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্ট দেখছে সরকার, যা যথেষ্ট আশাব্যঞ্জক। তিনি আরও বলেন, গ্রস স্টেট ডমেস্টিক প্রডাক্ট হিসেবে ট্যুরিজম ১২.৬% দিচ্ছে রাজ্যের খাতে। কেন্দ্রে এই অনুপাতটি হল ৪%রাশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চিন, দক্ষিণ আফ্রিকা, জাপান এবং সার্ক ও এশীয় দেশগুলি থেকে বাংলায় পর্যটক আসেন। এবারে কলকাতায় ২০.৩ লাখ বিদেশী পর্যটক এসেছেন। ২০১২ সালে যেখানে মাত্র ১২.১৯ লাখ বিদেশী পর্যটক এসেছে, সেই নিরিখে বিচার করতে গেলে বাংলা এই কয় বছরে অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেন নন্দিনী।

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...