এস সি কমিউনিকেশনের বিশেষ সম্মান ছয় বিশেষ মহিলাকে

 আজ অক্সফোর্ড বুকস্টোরে এস সি কমিউনিকেশন ছজন মহিলাকে 'উই -ওমেন পার এক্সিলেন্স ' সম্মানে ভূষিত করলো । এই ছয়জন বিশেষ মহিলারা হলেন -পদ্মশ্রী সুহাশিনী  মিস্ত্রি, সাংবাদিক মৌপ্রিয়া নন্দী, জনসংযোগ আধিকারিক মালা দাসগুপ্ত , লেখিকা অমৃতা মুখোপাধ্যায়,কবি জয়ী বসু , অভিনেত্রী সংঘমিত্রা রায় চট্টোপাধ্যায়। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিদিব চট্টোপাধ্যায় এবং খ্যতনামা লেখক, সাংবাদিক, পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

event-2 (1)

সংবর্ধিত হওয়ার পর সুহাসিনী মিস্ত্রী বেশ আপ্লুত কন্ঠে বললেন, "আমার স্বামী বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন। তখন আমার ছোটো ছোটো চার ছেলেমেয়ে। তখন আমরা একদম অনাথ হয়ে গিয়েছিলাম। তখনই প্রতিজ্ঞা করেছিলাম আমার যে অবস্থা হয়েছে সেটা আর কারোর যেন না হয় - কেউ যাতে বিনা চিকিৎসায় না মরে তার জন্যই বহু কষ্ট করে আমার স্বপ্নের  হাসপাতাল 'হিউম্যানিটি হসপিটাল' গড়ে তোলা । আমার হাসপাতালের পসেই ৪৫ বেডের একটা বৃদ্ধাশ্রম এবং সুন্দরবনে ২৫ বেডের একটা বৃদ্ধাশ্রম খুলেছি । আমার এই কাজে সকলকে পাসে চাই "।

event-3

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...