অভিজিৎ গুহ নেতৃত্ব দেবেন হোদেইদায় রাষ্ট্রপুঞ্জের অভিযানে

রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস ইয়েমেনের হোদেইদায় রাষ্ট্রপুঞ্জের অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ গুহকে নিয়োগ করলেন।

রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, রিডিপ্লয়মেন্ট কো-অর্ডিনেশন কমিটি (আরসিসি)-র চেয়ার হিসেবে এবং হোদাইদা চুক্তির সমর্থনে রাষ্ট্রপুঞ্জ যে উদ্যোগ নিয়েছে, তার নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে ভারতের অভিজিৎ গুহকে।

                   চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ডেনমার্কের লেফটেন্যান্ট জেনারেল মাইকেল লোলেসগার্দ। ভারতীয় সেনাবাহিনীতে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন অভিজিৎ। ১৯৯২-৯৩ সালে তিনি কম্বোডিয়ায় রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষক দলেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সামলেছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানের অধীনে মিলিটারি অ্যাফেয়ার্স দফতরে সহকারী সামরিক পরামর্শদাতা এবং সামরিক পরামর্শদাতা হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা ও সেই বিষয়ক উচ্চ পর্যায়ের স্বাধীন প্যানেলের অন্তর্ভুক্ত হন লেফটেন্যান্ট জেনারেল গুহ। ২০১৩ সালেই তাঁর হাতে গোড়াপত্তন হয় শান্তিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব বিষয়ক দফতর। আফ্রিকা এবং মধ্য প্রাচ্যের বিভিন্ন তদন্ত এবং তদন্তকারী বোর্ডের-ও নেতৃত্ব দিয়েছেন তিনি রাষ্ট্রপুঞ্জের হয়ে। ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, কলেজ অফ কমব্যাট এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...