নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ

দেশের কাছে বিশেষ করে বাঙালিদের কাছে আজ এক গর্বের দিন। আজ সোমবার এক প্রেস বিবৃতি জারি করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস এ বছরের অর্থনীতিতে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পেলেনএস্থার ডাফলো, মিকেল ক্রোমারের সঙ্গে তিনি একযোগে পেলেন পৃথিবীর সর্বোচ্চ সম্মান।

তিনজন নোবেল প্রাপকের মধ্যে অপর নোবেলজয়ী এস্থার ডাফলো সম্পর্কে অভিজিতের স্ত্রী। ১৯৯৮ সালে অর্থনীতিতেই নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন। তার ছাত্র অভিজিৎ ও এই পুরস্কারে সম্মানিত হলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের পর তৃতীয়  বাঙালি  হিসেবে অভিজিৎ পেলেন এই বিশেষ পুরস্কার।

                            দারিদ্র দূরীকরণ নিয়ে তাঁর উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পেলেন। আদ্যোপান্ত বাঙালি অভিজিৎ কলকাতার সাউথ পয়েন্ট স্কুল এবং প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশুনো করেছেন। ১৯৮১ সালে প্রেসিডেন্সি থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর ১৯৮৩ সালে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। পরে ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন অভিজিৎ। ৫৮ বছর বয়সী অভিজিৎ বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতির অধ্যাপক

                    অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রেসিডেন্সির জন্য যে মেন্টর গ্র‌ুপ তৈরী করেছিলেন, অভিজিৎ সেই গ্র‌ুপের সদস্য ছিলেন। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...