অবসারিকা ক্লাব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

ইতিমধ্যেই শহর কলকাতা সেজে উঠতে শুরু করেছে কারণ দুর্গাপূজা মাত্র আর কয়েকদিন। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে স্টুডিওতে সঞ্চালক দীপালির সাথে পুজোর আড্ডা @জিয়ো বাংলাতে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া অবসারিকা ক্লাবের তিনজন সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন, ক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী শুভাশীষ ভট্টাচার্য, ক্লাবের সহকারী সম্পাদক শ্রী অরিত্র ঘোষ এবং ক্লাবের প্রমোশনাল হেড শ্রী সুভাযন গুহ। আড্ডার ছলে তারা ভাগ করে নিলেন তাদের পুজো সম্পর্কে নানা জানা অজানা কথা।

তারা জানালেন, দীর্ঘ ৬৪ বছর ধরে দুর্গাপূজা করলেও ২০০৩ সাল হেকে থিম পুজো শুরু করে এই ক্লাব। শুরুর দিকে সাবেকি পুজো হলেও পরে থিমে আসার কথা ভাবেন। স্বাভাবিকভাবেই পাড়ার মধ্যে একটি মতপার্থক্যও তৈরী হয় সেই সময়। সেই সব খারাপ সময়কে পেরিয়ে এসে আজকের দিনে দাঁড়িয়ে এই ক্লাবের থিম 'কাল্পনিক কথা'। তারা জানালেন, একটা সময় ছিল যখন হস্তশিল্পই ছিল উপার্জনের অন্যতম একটি পথ। কিন্তু যুগের পরিবর্তনের সাথে চলতে চলতে কোথাও যেন হারিয়ে যেতে থাকে সেইসব হস্তশিল্প। সেই হারিয়ে যাওয়া হস্তশিল্পকেই মণ্ডপসজ্জায় তুলে ধরতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এইবছর অনাথ শিশুদের হাত ধরে সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপের দ্বার উন্মুক্ত হতে চলেছে চতূর্থীর দিন।

ক্লাবের সদস্যবৃন্দ জানালেন, পুজো ছাড়াও পুজোর কটাদিন নানাধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভোগের কথায় ক্লাবের বক্তব্য, সপ্তমী থেকে নবমী প্রতিদিন মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়। আর নবমীর দিন পাড়ার সকলকে একত্রিত করে একটি খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। তারা জানালেন, নিয়ম মেনে দশমীতে বিসর্জন আর হয় না। দর্শনার্থীদের কথা মাথায় রেখে অতিরিক্ত দুই থেকে তিনদিন প্রতিমা মণ্ডপেই থাকেন। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য থাকছে অগ্নি নির্বাপক ব্যবস্থা। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে থাকছে তাদের নিজস্ব নিরাপত্তাকর্মী। পুজো ছাড়াও সারাবছর এই ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় বৃক্ষরোপন, রক্তদান শিবির এবং ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট।

এই ক্লাবটিতে পৌঁছাতে গেলে আপনাকে নোয়াপাড়া কিংবা কবি সুভাষগামী মেট্রো করে এসে নামতে হবে কালিঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে যেকোনো বাসে করে পৌঁছে যেতে হবে ঢাকুরিয়া বাসস্টপে। সেখান থেকে হাঁটাপথেই পৌঁছাতে পারবেন মণ্ডপে। বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় একেবারে সন্নিকটে অবস্থিত এই পুজো মণ্ডপটি। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...