‘আশিকি ৩’ ছবিতে বদলের তালিকা বেড়েই চলেছে। কিছুদিন আগেই জানা গেছিল বিশেষ কারণে এই সিনেমার নায়িকা চরিত্র থেকে বাদ যাবেন ‘অ্যানিম্যাল’ খ্যাত তৃপ্তি ডিমরি। এবার তাঁর জায়গাতেই নবাব কন্যা সারা আলি খান -কে দেখা যেতে পারে।
‘আশিকি ২’ সিনেমাটি সিনেমাপ্রেমী দর্শকদের মনে এক বিশেষ স্থান অধিকার করে আছে। সেই ছবিতে শ্রদ্ধা কপূর ও আদিত্য রয় কপূরের রসায়ন এখনও মনে রেখেছে দর্শক। সিনেমায় শ্রদ্ধা কাপুরকে স্নিগ্ধ চরিত্রে দর্শক ভীষণ পছন্দ করেছিল। ‘আশিকি ৩’ এই সিনেমার সিক্যুয়েল। ঠিক ছিল এই সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি ডিমরি। সেই অনুযায়ী কাজও এগোচ্ছিল। কিন্তু হঠাৎই নায়িকা চরিত্র থেকে বাদ যান তৃপ্তি। কারণ হিসেবে জানা গেছে, ‘অ্যানিম্যাল’ সহ একাধিক ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু ‘আশিকি ৩’ সিনেমায় তৃপ্তির স্নিগ্ধ লুক হয়ত দর্শকরা মেনে নেবেন না। তবে তাঁর জায়গায় মুখ্য নায়িকা কে অভিনয় করবেন, এই নিয়ে জল্পনার অবশেষ ছিল না। এবার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে।
এবিষয়ে ‘আশিকি ৩’ সিনেমায় কার্তিকের বিপরীতে সারা আলি খান -কে বেছে নিয়েছেন পরিচালক অনুরাগ বসু। সদ্য ‘ইন দিনো মেট্রো’ ছবিতে এই নায়িকার সঙ্গে কাজ করেছেন পরিচালক। শ্রদ্ধার মতো স্নিগ্ধতা রয়েছে নবাব-কন্যা সারা আলি খানের মধ্যে।
এছাড়াও বাড়তি রসায়ন হিসেবে কার্তিকের সঙ্গে একসময় প্রেমের সম্পর্ক ছিল সারা -র। একটা সময় বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তাঁরা। ‘লভ আজ কাল’ ছবিতে জুটিও বেঁধে কাজ ও করেছেন এই জুটি। তাই আবারও দুই প্রাক্তন এক ছবিতে। তবে এখনও অবধি নির্মাতাদের তরফ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।