‘আরও একবার ফসিলস্’। দুঃস্থ শিশুদের স্বার্থে পাকা স্কুলবাড়ি নির্মাণের লক্ষ্যে শহরে লাইভ কনসার্টে মঞ্চ কাঁপাতে দেখা যাবে জনপ্রিয় বাংলা রক্ ব্যান্ড ফসিলস্’কে। পড়াশোনার জন্য দরকার উপযুক্ত পরিবেশ, স্কুলের পরিকাঠামো ঠিকঠাক না হলে সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে ওঠে। এমনই পরিস্থিতির সম্মুখীন হয় শিলিগুড়ির গিরিজ্যোতি বিদ্যালয়। আর্থিক বিপন্নতায় জর্জরিত পরিবারের ১০০ জন শিশু পড়তে আসে এই স্কুলে। ঠিক এই পরিস্থিতিতে, বিদ্যালয়টিকে পাকা স্কুলবাড়ির রূপ দিতে ‘কার্পে ডিয়াম’-এর হাত ধরে ময়দানে নামলেন রূপম ও তার দল।
‘কার্পে ডিয়াম’ একটি বেসরকারি অলাভজনক স্বেচ্ছাসেবি সংগঠন। প্রতিষ্ঠানটি প্রথম শুরু হয় সোমনাথ দাশগুপ্ত এবং সমর্পিতা চন্দের হাত ধরে। এটাই তাদের প্রথম ফান্ডিং কনসার্ট। মূলত নান্দনিক ও সৃজনশীল পারফর্মিং আর্টের মাধ্যমে দুঃস্থদের কাছে তাদের মৌলিক সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, আর তার সূত্রেই ফসিলস্-এর সঙ্গে যোগাযোগ করেন তারা, স্বভাবতই এই মহান উদ্যোগে অবদান রাখতে এগিয়ে আসে ফসিলস্। কথাবার্তা পাকা হলে, কনসার্টটির নাম রাখা হয় ‘আরও একবার ফসিলস্’।
“আমরা সবসময়ই এই ধরণের শ্রমসাপেক্ষ, কঠিন, সৃজনশীল প্রকল্পে কাজ করতে চেয়েছি। ভবিষ্যতেও কার্পে ডিয়াম এই ধরণের প্রত্যয় নিয়ে বিচিত্রতার সাথে তাদের শৈল্পিক প্রয়াসের প্রদর্শনী জারি রাখবে। আমরা ভীষণভাবে বিশ্বাস করি পারফর্মিং আর্ট নিছকই বিনোদনের বস্তু নয়, সমাজের উন্নতিসাধনের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করে থাকে,” বলছেন সংস্থার এক আধিকারিক।
বর্তমানে ফসিলস্-এর লাইভ লাইন-আপে কিঞ্চিত পরিবর্তন হলেও এখনও আগের লাইন-আপ’ই বজায় রেখেছে ফসিলস্। বেজ গীটারে চন্দ্রমৌলির জায়গায় প্রসেনজিত ‘পম’ চক্রবর্তী ছাড়া আর কোনো বিশেষ পরিবর্তন নজরে আসেনি। পম ছাড়াও ভোকাল ও অ্যাক্যুওস্টিক গীটারে রূপম ইসলাম, রীদম্ গীটারে দীপ ঘোষ, লিড গীটারে অ্যালেন আও ও ড্রামসে তন্ময় দাস’কে নিয়ে লাইভ কনসার্টে পারফর্ম করে থাকে ফসিলস্। ১লা সেপ্টেম্বর, নজরুল মঞ্চে এই লাইন-আপেই মঞ্চ দখল করতে চলেছে ফসিল্স। কনসার্ট শেষে টিকিট থেকে সংগৃহীত সমস্ত অর্থ পৌঁছে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের কাছে।
১লা সেপ্টেম্বর নজরুল মঞ্চে এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হবে।
তবে এটাই প্রথম নয়, এর আগেও আপৎকালীন পরিস্থিতিতে সহায়কের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে ফসিলস্ সহ একাধিক বাংলা ব্যান্ড’কে। বছর দুই আগে ভয়াবহ ভূমিকম্পে নেপাল কেঁপে উঠলে, ফান্ডিংয়ের উদ্দেশ্যে কনসার্ট আয়োজন করেছিল একাধিক বাংলা ব্যান্ড। তাই এই সাধু উদ্যোগে পুনরায় শামিল হতে পেরে আসন্ন কনসার্টটিকে ‘মহা কনসার্ট’ আখ্যা দিয়েছে ফসিলস্।
(সাদা-কালো আলোকচিত্র: প্রশান্ত কুমার শূর)