আমার শহর

নাট্যজনের নব প্রযোজিত নাটক 'আমার শহর' এই নাটকের নাট্যকার ও নির্দেশক হলেন শুভজিৎ বিশ্বাস। শুভজিৎ বাবুর থিয়েটার জীবনের এটি প্রথম নির্দেশনা। এই নাটকে মূলত ছাত্র সমাজের একটি ভাব ধারা কে তুলে ধরা হয়েছে মঞ্চে। নির্দেশক বলেন, “আঠারোর ধ্বনি, আঠারোর কলরব কে তুলে ধরতে চেয়েছি

এছাড়া এই নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের বহু ছেলেমেয়ে। চোখে একরাশ স্বপ্ন নিয়ে একই ভাবে ভয় ও আসা নিয়ে তাঁরা মঞ্চে নেমেছে। এছাড়া এই নাটকে মঞ্চ,আলো,আবহ ও ভিসুয়াল পরিকল্পনা করেছে ডার্ক ষ্টুডিও

নাটকের নির্দেশকের কথায় তিনি তাঁর থিয়েটার জীবনে যে মানুষটির দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তিনি হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। নাটকটিতে অভিনয় করতে দেখা যাচ্ছে শুভাশিষ রায়, প্রান্তিক চৌধুরী, মধুমিতা ভট্টাচার্য, আয়ন দত্ত সহ আরো অনেকে। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...