আমাদের মধ্যে হয়ত অনেকেই আছেন যারা জানেন না আধার কার্ড কোথায় জরুরি আর কোথায় জরুরি নয়| সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা অনুযায়ী অল্প টাকা জমানোর জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়, এবং পোস্ট অফিসে টাকা রাখতেও আধার জরুরি নয়| ডাক বিভাগের অন্তর্গত সমস্ত আঞ্চলিক অফিসগুলোকে জানানো হয়েছে এই নির্দেশিকা সন্বন্ধে, সেই হিসাবেই পোস্ট অফিসগুলোতে সমস্ত কার্য চলবে বলে জানা গেছে| সুপ্রিমকোর্টের আধার সম্বন্ধীয় রায়ের পরিপেক্ষিতেই এই নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা হচ্ছে।