আধার সংশোধনের সময়সীমা বাড়াল ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া (UIDAI)। বিনামূল্যে আধার কার্ডের ভুল সংশোধন করা যাবে এই সময়সীমায়।
হাইলাইটসঃ
১। আধার সংশোধনের সময়সীমা বাড়ানো হল
২। বিনামূল্যে ভুল সংশোধন করা যাবে এই সময়সীমায়
৩। ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
আধার কার্ড বর্তমান সময়ের খুব গুরুত্বপূর্ণ একটি আইডেন্টিটি কার্ড। কিন্তু তথ্যপ্রযুক্তিগত কারণে অনেক সময়ই আধার কার্ডে ভুল তথ্য ছাপা হয়ে যায়। যেমন নাম, ঠিকানা বা মোবাইল নম্বর অথবা বায়োমেট্রিক আপডেট। আধার কার্ডে যদি এমন কোনও ভুল ধরা পড়ে, তাহলে আধার আপডেট করতে হবে। আধার পরিষেবা কেন্দ্রে বা অনলাইনেও এই সংশোধন করা সম্ভব।
পূর্ববর্তী সময় অনুযায়ী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের দিন ধার্য ছিল। কিন্তু সেই তারিখ তিন মাস বৃদ্ধি করে ১৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। কিন্তু ১৪ ডিসেম্বরের পর আধার কার্ডে ভুল সংশোধন করাতে গেলে নির্দিষ্ট অঙ্কের চার্জ দিতে হবে। ৫-৭ বছর বয়সী এবং ১৫-১৭ বছর বয়সীদের ক্ষেত্রে এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। কিন্তু বাকি বয়সীরা আধারে পরিবর্তন করাতে গেলে ন্যূনতম ১০০ টাকা ফি জমা দিতে হবে।
আধার কার্ডে নাম বা ঠিকানা পরিবর্তনের নয়া পদ্ধতি:
১। ://myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২। সেখানে আধার নম্বর এবং আধারের সঙ্গে রেজিস্টার করা মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।
৩। এর পর নিজের প্রোফাইল পরিচয়পত্র এবং ঠিকানা দেখে নিতে হবে।
৪। সেখানে দেখানো তথ্য যদি ঠিক থাকে তাহলে 'I verify that the above details are correct' লেখা ট্যাবে ক্লিক করতে হবে।
৫। যদি তথ্যে ভুল থাকে তাহলে ড্রপ ডাউন থেকে ডকুমেন্টের অপশান সিলেক্ট করতে হবে
৬। রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের ইস্যু করা কোনও পরিচয়পত্র ডকুমেন্ট হিসেবে আপলোড করতে হবে।
৫. আপলোড ফাইলের সাইজ ২ এমবি-র ছোট হতে হবে এবং নথি পিডিএফ বা জেপিজি ফরম্যাটে থাকতে হবে।
৬. আপলোডের পর সম্মতি দিলেই তা জমা হয়ে যাবে।