Aadhaar Card: প্রতারণার হাত থেকে বাঁচতে আধার কার্ড লক করবেন কীভাবে?

বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। কিন্তু অনেক মানুষই এমন আছেন যারা এই কার্ড হারিয়ে খুব সমস্যায় পড়েন। কারণ, এই গুরুত্বপূর্ণ কার্ড কোন দুষ্কৃতীদের হাতে পড়লে সেই ব্যক্তির যাবতীয় ডেটা তারা বের করে নিতে পারে ও সেই তথ্য অবৈধ কাজে ব্যবহার করতে পারেন।

বর্তমান বছরের জুলাই মাসে এমনই এক ঘটনা ঘটেছিল হায়দ্রাবাদে। সেখানে ২৩ বছর বয়সী এক ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে দুষ্কৃতিরা, যার ফলে তার ১২ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়াও চণ্ডীগড়ে এক মহিলা আধার কার্ড লিঙ্ক করান, কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন না করায় তিনি ৮০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েন। প্রতারকরা মূলত ফেক কলের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ লুট করে।

কিন্তু অনেকেই জানেন না এই কার্ড হারিয়ে ফেলার পর বা এই কার্ড সংক্রান্ত কোনো সমস্যার পর, এটি বাড়িতে বসে অনলাইনে লক করা যায়। যার ফলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য কারোর পক্ষেই ব্যবহার করা সম্ভব হবে না। কার্ড লক করার পরে আপনি ছাড়া আর অপর কোন ব্যক্তি আপনার আধার কার্ড কাজে লাগাতে পারবেনা। জেনে নিন আধার কার্ড লক করার প্রক্রিয়া-

আধার কার্ড লক করার প্রক্রিয়াঃ

১। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২। My Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
৩। আধার পরিষেবা নির্বাচন করতে হবে।
৪। এরপর আধার লক বা আনলক-এ ক্লিক করতে হবে।
৫। এরপর UID নির্বাচন করুন এবং পুরো নাম এবং পিন কোড সহ UID নম্বর লিখুন।
৬। এরপর রেজিস্টেশন নম্বরে প্রাপ্ত OTP টাইপ করতে হবে।
৭। শেষে সাবমিট এ ক্লিক করার পর আধার কার্ড লক হয়ে যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...