শীত পাকাপাকিভাবে এসে না পৌঁছালেও শীতের আমেজ বেশ মালুম হচ্ছে শহর কলকাতায়| আর এই মরশুম আসা মানেই সময় শুরু বনভোজন কিংবা পিকনিকের| কলকাতার বাইরে বেশ কিছু দুরে দুরে খোলামেলা জায়গা থাকলেও অনেক মানুষ শহরের বাইরে যেতে পছন্দ করেন না| তাদের জন্য রয়েছে একটি সুখবর| নিউ টাউনের কাছেই তৈরী হতে চলেছে একটি পিকনিক স্পট|
নিউ টাউনের উপসনা স্থল এবং ইকো আর্বান ভিলেজ আগে থেকেই পিকনিক স্পট হিসেবে নিজেদের পরিচিতি তৈরী করে নিয়েছে| গত বছর শীতে এই দুটি জায়গার চাহিদাও ছিল তুঙ্গে| সেই চাহিদায় রাশ টানতেই একটি নতুন পিকনিক স্পট গড়ে তোলার কাজ শুরু করেছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)|
সংস্থার তরফ থেকে জন্য হয়েছে, ইকো আর্বান ভিলেজের পিকনিক স্পটটি চলতি বছরের মধ্যেই খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের|পূর্বে অবস্থিত পিকনিক স্পটগুলির ভাড়া বর্তমানে ৫,০০০ টাকা| সূত্রের খবর, ২০১৮-১৯ এর নভেম্বর থেকে ফেব্রুয়ারির মরশুমে যেখানে মোট ১২৬ টি পিকনিক স্পট তৈরী হয়েছে| সেখানে ওই সময় এই জায়গা ভাড়া দিয়ে মোট ৬ লক্ষ টাকারও বেশি আয় করেছে এনকেডিএ|
এনকেডিএ-এর এক কর্তার কথায়, আগের দুটি পিকনিক স্পট ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে| চাপ সামলাতে যত দ্রুত সম্ভব নতুন স্পটটিও চালু করার কথা ভাবছে তারা|