ভ্রমণপ্রেমী পর্যটকদের তালিকায় শ্রীনগরের ডাল হ্রদে শিকারা বিহার অন্যতম এক প্রধান আকর্ষণ। এবার ডাল হ্রদে শিকারা বুক করার জন্য অ্যাপ-নির্ভর বুকিং ব্যবস্থা চালু করা হল। এর ফলে পর্যটকদের শিকারা বুক করা অনেক সহজসাধ্য হবে, আশা করছেন পরিবহণ সংস্থা। ভারতের বাইরে এমন ব্যবস্থা চালু থাকলেও ভারতে প্রথমবার এমন অ্যাপ নির্ভর জলপথ পরিষেবা চালু করল পরিবহণ সংস্থা।
হাইলাইটসঃ
১। ভারতে প্রথমবার এমন অ্যাপ নির্ভর জলপথ পরিষেবা চালু করল পরিবহণ সংস্থা
২। অ্যাপের মাধ্যমে ডাল হ্রদে শিকারা বুক করা যাবে
৩। ইতিমধ্যে সাতটি শিকারাতে অ্যাপ-নির্ভর পরিষেবা শুরু হয়েছে
জম্মু ও কাশ্মীরের ফুরফুরে আবহাওয়ায় হ্রদে ভ্রমণ পছন্দ করেন অনেকেই। কিন্তু শিকারা বুক করা বা ভাড়া নিয়ে অনেক সময়ই সমস্যার মুখে পড়েন পর্যটকরা। এবার সেই সমস্যার সমাধান হল। অ্যাপ সার্ভিস চালু হওয়ায় কারণে পর্যটকদের সুবিধা হবে। শিকারা অগ্রিম বুকিংয়ের করতে পারবেন পর্যটকদেরা। ১৫ দিন আগে থেকে শিকারা ভাড়া করা যাবে।
সোমবার এক অ্যাপ-নির্ভর পরিবহণ সংস্থা এই পরিষেবা চালু করেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ইতিমধ্যে সাতটি শিকারাতে এই অ্যাপ-নির্ভর পরিষেবা দেওয়া শুরু করেছে। পরে শিকারার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। তবে এই কারণে শিকারার ভাড়া বাড়বে না। সংস্থা জানিয়েছে, সরকার এই শিকারার নির্দিষ্ট ভাড়া বেঁধে দেবে। সর্বোচ্চ চার জন পর্যটক এই শিকারাগুলোয় ভ্রমণ করতে পারবেন।
এই পরিষেবার সময়সীমা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ডাল হ্রদের ১৬ নম্বর শিকারা ঘাট থেকে এই পরিষেবা পাবেন যাত্রীরা। যাত্রার ১৫ দিন আগে থেকে ১২ ঘণ্টা আগে পর্যন্ত অগ্রিম বুকিং করা যাবে। সংস্থা জানিয়েছে, এই শিকারা পরিষেবার জন্য যাত্রীদের ভাড়ার কোনও অংশ শিকারাচালকের থেকে কাটা হবে না। শিকারাচালকরা ভাড়ার পুরো টাকা পাবেন। সংস্থার দাবি, কাশ্মীরে পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের আর্থিক উন্নতির উদ্দ্যেশ্যেই এই ব্যবস্থা।