দীঘায় থ্রী-ষ্টার হোটেল ও পার্কিং প্লাজা তৈরী হবে

দীঘাকে রাজ্যের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চান মুখ্যমন্ত্রী তা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই জানা গেছে। সম্প্রতি তাঁর দিঘা সফরে আরো দুটি প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। নিউ দীঘা স্টেশনের অদূরে পর্যটন দফতরের একটি হোটেলকে থ্রী-ষ্টার হোটেলের পর্যায়ে উন্নীত করা হবে এবং পরিবহন দফতরের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড পার্কিং সহ আধুনিক মানের পার্কিং প্লাজা তৈরী হবে বলে জানান তিনি। এই ঘোষণায় যারপরনাই খুশি হোটেল এসোসিয়েশন সহ স্থানীয় এলাকাবাসী। এছাড়াও বিদেশী পর্যটকদের জন্য মানি ট্রান্সফারের ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় পর্যটন শিল্প আরো প্রসারিত হবে বলেই মনে করছেন সকলে। এছাড়া পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথঘাটে মন্দির তৈরির নির্দেশ দিয়েছেন। পর্যটন দফতর ও দিঘা-শংকরপুর উন্নয়ন সংস্থা যৌথভাবে ওই কাজ করবে বলে জানান রাজ্যের পর্যটনমন্ত্রী শুভেন্দু অধিকারী

এটা শেয়ার করতে পারো

...

Loading...