এবার কোনও মমতাময়ী মা, লক্ষ্মীমন্ত বউমা, লক্ষ্মী মেয়ে কিংবা পতিব্রতা-সাহসী-লড়াকু স্ত্রী’র গল্প নয়, এবারের গল্প আবর্তিত হবে এক ভাল ছেলে, ভাল জামাই এবং ভাল স্বামীকে কেন্দ্রে রেখে। সোজা বাংলায় বলতে গেলে এবার প্রোটাগনিস্ট এক পুরুষ চরিত্র।
জানতে ইচ্ছে করছে না কোথায়, কোন ধারাবাহিক বা কোন নাটকে দেখা যাবে এমন এক পুরুষকে ঠিক যেমন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায় সমগ্র নারীকূল? বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘চিরদিনই আমি যে তোমার’। গল্পের কেন্দ্রে রয়েছে রণ রায়চৌধুরী নামে এক পুরুষ চরিত্র। তাকে ঘিরেই ধারাবাহিকের যত ঘটনার ঘনঘটা। রণ এমন একটি ছেলে যাকে যে কোনও মেয়ে বিয়ে করতে চায়। কিন্তু সুপুরুষ, আদর্শবাদী, রোমান্টিক, দায়িত্বশীল, সৎ রণ প্রেমে পড়বে রাধার।
সুন্দরী ও সরল রাধা দুর্গাপুরের মেয়ে। সে স্বপ্ন দেখতে ভালবাসে। মধ্যবিত্ত ঘরের রাধা ছোট ছোট স্বপ্ন সাজিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার কথা ভাবে। সে আবির নামে একটি ছেলেকে ভালবাসত। কিন্তু সেই ভালবাসা টেকেনি। আবির তাকে ছেড়ে চলে যায় অন্য ভালবাসার খোঁজে। রাধা মনে করে মানুষ একবারই ভালবাসতে পারে এবং তা একজনকেই। তাই সে সারাজীবন আবিরের প্রেমেই মগ্ন থাকতে চায়। পাকেচক্রে রণর সঙ্গে বিয়ে হয় রাধার। রণর যা বৈশিষ্ট্য তাতে রাধা যা চাইবে রণ সেটাই তার কাছে হাজির করতে প্রস্তুত। কিন্তু রাধা কি সত্যিই ভালবাসতে পারবে রণকে? আর যদি তাদের মধ্যে বৈবাহিক প্রেম জমেও ওঠে কখনও ফিরে আসবে না তো রাধার অতীত? সময়ই বলবে সেই কথা।
রণর ভূমিকায় দেখা যাবে সৌভিক বন্দ্যোপাধ্যায়কে। রাধার চরিত্রে শার্লি মোদক। তা ছাড়াও থাকবেন তুলিকা বসু, রেশমি সেন, নয়না পালিত, দ্বৈপায়ণ দাস সহ আরও অনেকে। সুশান্ত দাসের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। সুশান্ত দাসের দ্বীপ জ্বেলে যাই, সাত পাকে বাঁধা, জয়ী, বিজয়িনী, কে আপন কে পর এবং এই সময়কার সবথেকে জনপ্রিয় এবং টি আর পি’র কাঁটা যার সর্বোচ্চ স্থানে সেই কৃষ্ণকলি ধারাবাহিকও সুশান্ত দাসের প্রযোজিত। ‘চিরদিনই আমি যে তোমার’ও সেই ট্রেন্ড ধরে রাখবে এমন আশা করাই যায়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত সৌভিক। বেশ কিছু শর্ট ফিল্মে তাঁর কাজ শুরু হলেও টেলিভিশনে এই প্রথমবার পা রাখতে চলেছেন তিনি। ওদিকে শার্লি মোদক মডেলিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা। এই প্রথম অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি।