যেরকম ভাবে বদল আসছে যুগে, সেরকমই উন্নত হচ্ছে চিকিৎসাবিজ্ঞান। উন্নত প্রযুক্তির ব্যবহারে আজ রোগনির্ণয় অনেকটাই সহজ হয়ে দাঁড়িয়েছে| অনেক রোগ যা আগে শনাক্ত করা বেশ কষ্টসাধ্য ছিল সেই রোগই আজকাল অতি সহজে শনাক্ত করা যাচ্ছে উন্নত প্রযুক্তির হাত ধরে।ফুসফুসের বিভিন্ন রোগ যেমন হাঁপানি থেকে শুরু করে ব্রঙ্কাইটিস কিংবা লাং ক্যান্সার- এইসব রোগ নির্ণয়ের জন্য কিছুকাল আগে পর্যন্ত কাঠখড় পোড়াতে হতো অনেকটাই। একদিকে যেমন টেস্টের জন্যই চলে যেত হাজার হাজার টাকা তেমন রোগনির্ণয়ে অনেক দেরি হয়ে যেত। ফলে হাতের বাইরে চলে যেত রোগীর কন্ডিশন। কিন্তু সম্প্রতি জানা গেছে,উন্নত প্রযুক্তির ব্যবহারে ফুসফুসের স্বাস্থ্যের জানান দেবে স্মার্টফোন অ্যাপ। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক...............
‘অ্যাজমা টিউনার’ নামক একটি অ্যাপ এই মুহূর্তে সাড়া জাগিয়েছে চিকিৎসকমহলে। জানা গেছে, রোগীর ফুসফুসের কন্ডিশন থেকে শুরু করে হাঁপানির বর্তমান অবস্থা সবকিছু সম্পর্কেও খোঁজ পাওয়া যাবে শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে। চিকিৎসকেরা জানাচ্ছেন, এইরকম একটি অ্যাপ আবিষ্কারের ফলে বেশ উন্নতি হতে পারে ফুসফুস সংক্রান্ত রোগ নির্ণয়ে। হাঁপানি কিংবা ফুসফুস সংক্রান্ত রোগ খুব সহজে নির্ণয় করা সম্ভব না হওয়ার কারণে সারা বিশ্বে প্রতিবছর অনেকমানুষ মারা যান শুধুমাত্র ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে। সেই পরিস্থিতি অনেকটাই হাতের নাগালে আসতে চলেছে বলেই মত প্রকাশ করেছেন বেশিরভাগ চিকিৎসক।
সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের দাবি, যেসব মানুষ মাঝেমধ্যেই হাঁপানির সমস্যায় কষ্ট পান তাদের ক্ষেত্রে সেই সমস্যা মেটানোর উপযুক্ত পরামর্শও পাওয়া যাবে এই অ্যাপটির মাধ্যমে।এই অ্যাপ আবিষ্কারের ফলে হঠাৎ ধেয়ে আসা বিপদ থেকেও রক্ষা পাওয়া যাবে বলেই জানিয়েছেন চিকিৎসকগণ। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের করা গবেষণাপত্র থেকে জানা গেছে, রোগীর রোগলক্ষণ সম্পর্কে অবগত হওয়ার পরেই তার ভবিষ্যতে কি করা উচিত তার সম্পর্কে তথ্য দেবে এই অ্যাপ|
এই অ্যাপ ডেভেলপাররা জানিয়েছেন খুব সহজেই স্মার্টফোনে ইন্সটল করা যাবে 'অ্যাজমা টিউনার' নামক এই অ্যাপটি। এরপরে স্মার্টফনের সাথে কানেক্ট করতে হবে একটি ওয়্যারলেস স্পিরোমিটারকে। এই স্পিরোমিটারটির মাধ্যমেই রোগীর ফুসফুসের হালহকিকতের খবর নেবে অ্যাপটি। সমস্ত তথ্য বিশ্লেষণের পরে কোন ইনহেলার সেই রোগীর জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে তা জানিয়ে দেবে এই অ্যাপ। গবেষকদের দাবি, কোন সময় ওষুধের মাত্রা কমাতে বা বাড়াতে হবে তাও আগে থেকেই জানিয়ে দেবে এই অ্যাপটি।
জানা গেছে, ৭৭ জন অ্যাজমা রোগী ইতিমধ্যেই এই অ্যাপটি ব্যবহার করে দেখেছেন। তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই নতুন অ্যাপটি চিকিৎসাবিজ্ঞানের জন্য এক যুগান্তকারী আবিষ্কার বলে ভবিষ্যতে প্রমাণিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না, দাবি সুইডিস গবেষকদের।