অ্যাকোয়াটিকার মতোই অ্যাকোয়ামেরিনা

শহরের বুকে থাকা অ্যাকোয়াটিকার কথা তো আপনারা অনেকেই জানেন| গরমের আমেজ কাটাতে এই ওয়াটার পার্কে শহরবাসী সময় কাটাতে যায়| কিছু কিছু লোকজন তো এই শীতকালেও সেখানে যেতে পছন্দ করেন, কারণ বেশিরভাগ স্কুল কলেজের বাইরে ফ্রী বা বিশেষ ছাড়সহ কুপন পাস দেওয়া হয়|

ছোট থেকে বড় সকলেরই ভালো লাগে অ্যাকোয়াটিকার: ওয়াটার পার্ক, চলুন তাহলে আজ আপনাকে সন্ধান দেওয়া যাক একটি অ্যাকোয়াটিকার মতোই ওয়াটার পার্ক কিন্তু মহানগরীর বাইরে| এই ওয়াটার পার্কটির নাম অ্যাকোয়ামেরিনা, এটি হুগলির স্টেশন রোডের নলডাঙ্গাতে অবস্থিত| ওয়াটার পার্কটিতে রয়েছে নানারকম ওয়াটার রাইডস, এছাড়াও ঢেউসহ সি-ওয়েভ ওয়াটার পন্ড’| এটি সুসজ্জিত ও দৃষ্টি আকর্ষক| আজকাল সেখানে কলকাতা শহরের লোকজনের আনাগোনা দেখা যাচ্ছেইউটিউবে দেখে নিতে পারেন এই ওয়াটার পার্কটির ঝলক|

এই ওয়াটার পার্কের অন্যতম বিশেষত্ব হলো এটি রিসর্ট ভাড়া দেয়| মানে এক কথায় ছুটি কাটানোর অন্যতম আকর্ষনীয় জায়গা রয়েছে তাও এত কাছে এই কথা হয়তো অনেকের অজানা| যদি আপনি হুগলী জেলার বাসিন্দা হন তো তাহলে আপনার হাতের নাগালেই রয়েছে এই ওয়াটার পার্কটি আর যদি আপনি অন্য কোথাও থাকেন তাহলেও গিয়ে ঘুরে সময় কাটিয়ে আসতে পারেন| অ্যাকোয়াটিকার মতো জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও কখনো যদি কলকাতার ভিড় থেকে নিজেকে একটু আলাদা করতে যাওয়া যেতেই পারে, তাহলে বানিয়ে ফেলুন অ্যাকোয়ামেরিনাকে আপনার হলিডে ডেসটিনেশন”|

এটা শেয়ার করতে পারো

...

Loading...