বাংলা টেলি ও টলিজগতের বকেয়া টাকার ইস্যুতে চলছে আন্দোলন। এবার এই ইস্যুকে কেন্দ্রে রেখে এক পথসভার ডাক দিল ‘ইস্টার্ন ইন্ডিয়া ফিল্ম অ্যান্ড কালচারাল কনফেডারেশন’।
আগামী ৮ জুলাই টালিগঞ্জে উত্তমকুমার মূর্তির পাদদেশে পশ্চিমবাংলার আপামর কলাকুশলী ও সকল সংস্কৃতিজগতের শিল্পীদের ‘ইস্টার্ন ইন্ডিয়া ফিল্ম অ্যান্ড কালচারাল কনফেডারেশন’ (EIMPCC) ব্যানারের নীচে জমায়েত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সেখান থেকে দাসানি স্টুডিও অবধি পদযাত্রায় শামিল হবে শিল্পী ও কলাকুশলীরা।
দাবি, কলাকুশলীদের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে, প্রযোজকদের সুরক্ষা দিতে হবে, পরিচালকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে হবে, জোর করে কোনও প্রোডাকশনে টেকনিসিয়ান দেওয়া যাবে না, মাল্টিপ্লেক্স কিংবা আইনক্স হলে বাংলা সিনেমা বাধ্যতামূলকভাবে চালাতে হবে।
ওদিকে বাংলার টেলিজগতের এই দোদুল্যমান অবস্থাকে সামনে রেখে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের তরফ থেকে শঙ্কু দেব পণ্ডা এবং পরিষদের অন্যান্য সদস্যরা গিয়েছেন রাজভবনে। রাজ্যপালের সঙ্গে জরুরি সভা করবেন তাঁরা। পাশাপাশি রয়েছে আরও কয়েকটি জ্বলন্ত ইস্যু।