শুরু হল ভারতীয় সংস্কৃতি বিষয়ক পোর্টাল

 

নতুন দিল্লিতে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং পটেল একটি ওয়েব পোর্টালের সূচনা করেছেন। ওই ওয়েব পোর্টালটি ভারতীয় সংস্কৃতির বিষয়ে সামগ্রিক ধারণা দেবে। ওয়েব পোর্টালটির পরিকল্পনা হয়েছিল কেন্দ্র্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে এবং পোর্টালটি তৈরী করেছে মুম্বাই-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। উক্ত ওয়েব পোর্টালে তথ্য সংগ্রহ করে তা সরবরাহ করেছে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়।

                         এই পোর্টালটি হল ভারতীয় সংস্কৃতির বিষয়ে প্রথম সরকার অনুমোদিত পোর্টাল, যেখানে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এখন থেকে এই পোর্টালের মাধ্যমে সাধারন মানুষ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে এই পোর্টালটি তৈরী করা হয়েছে। এখানে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক এবং তথ্য তুলে ধরা হয়েছে। দেশ-বিদেশের মানুষ এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে পারবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, ভারত বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ। এই দেশের সুদীর্ঘ সংস্কৃতি রয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র ১০ শতাংশই বিশ্বের মানুষের কাছে তুলে ধরা সম্ভব হত আগে। পোর্টালটি চালু হবার পর সেই বিষয়টি দূর করে প্রচুর তথ্য দেওয়ার ব্যবস্থা করা যাবে। পোর্টালটিতে বিভিন্ন সংগ্রহশালা, প্রতিষ্ঠান, পাঠাগারের তথ্য, ছবি, অডিও-ভিস্যুয়াল, ফাইল তুলে ধরা হয়েছে।

পোর্টালটিতে গল্পের মধ্যেমে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে, তা সকলকে আকৃষ্ট করবে বলেও জানান মন্ত্রী। ভারতীয় সংস্কৃতি বিষয়ক বহু দুষ্প্রাপ্য বই, পাণ্ডুলিপি এবং রিসার্চ পেপারের বিষয়ও পাওয়া যাবে এই পোর্টালে। ইংরিজি ও হিন্দি ভাষাতে মোট ৯০ লক্ষ বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যাবে এই পোর্টাল থেকে। অদূর ভবিষ্যতে আঞ্চলিক ভাষাতেও পোর্টালের বিভিন্ন তথ্য পাওয়া যাবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...