ইন্টারনেটের যুগে কোনো জিনিসই ছড়িয়ে পড়তে অধিক সময় লাগে না। সেরকমই ভাইরাল হতে সময় লাগেনি ছোট্ট ফুটফুটে শ্বেত সিংহ শাবকের ছবিও। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ঘুরে ফিরে বেড়াতে দেখা গেছে শ্বেত সিংহ শাবকের সেই ছবিটিকে। না, সে কোনো সাধারণ সিংহ শাবক নয়। কারণ হাঙ্গেরির একটি চিড়িয়াখানায় জন্মগ্রহণ করেছে এই শ্বেত সিংহের শাবকটি।
জানা গেছে, মে মাসের ১৫ তারিখ এই ছানাটি জন্মায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শাবকটি আসলে মেয়ে। তারাই নামকরণ করেছেন এই ফুটফুটে মেয়ের। তারা ভালোবেসে এর নাম দিয়েছেন সোনজা। জন্মের সময় এই শাবকের ওজন ছিল দেড় কেজি। কয়েক সপ্তাহের মধ্যেই তার ওজনের বেশ বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জন্মানোর পরেই রীতিমতো সেলিব্রিটি সেই শাবক। ধবধবে সাদা হওয়ার কারণে সকলেরই বেশ পছন্দ সোনজাকে। তাই রাতারাতি ভাইরাল সে। সোশ্যাল মিডিয়া এমন একটি মিডিয়াম যার মাধ্যমে জন্মানোর সাথে সাথে ভাইরাল হওয়া যায়। এমনটাই ঘটেছে এই ছোট্ট শাবকটির সাথেও। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই শাবকটি কিন্তু অ্যালবিনো প্রজাতির নয়। কিছু প্রাণীর জিনের সমস্যা থাকলে তার গায়ের রং বদলে যায়। এই শাবকটির ক্ষেত্রেও সেরকম ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শাবকের শরীরে উপস্থিত একটি বিরল জিনের কারণে শাবকটির গায়ের রং সাদা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্তমানে সারা বিশ্বে মোট ৩০০ টি সাদা সিংহ বেঁচে রয়েছে। তার মধ্যে ১১টি রয়েছে জঙ্গলে। আর বাকিদের বিভিন্ন চিড়িয়াখানা ও প্রজনন কেন্দ্রে রাখা হয়েছে। তাদের শরীরে উপস্থিত সেই বিরল জিনকে বাঁচানোর জন্যই তাদের চিড়িয়াখানায় রাখা হয়েছে। সেখানেই তাদের প্রজনন ঘটানো হচ্ছে যাতে তাদের শরীরে থাকা সেই বিরল জিনকে রক্ষা করা যায়। সেরকমভাবেই একটি চিড়িয়াখানায় জন্ম নেওয়ার সাথে সাথেই সেলিব্রিটি হয়ে যায় সোনজা।
Hello Sonja! A rare white lion, born in the Szeged Zoo in #Hungary on May 15, made its first public appearance on Fri. White lions are not albinos, but have coloration that results from a genetic rarity. pic.twitter.com/ng1TtRl6qI
— People's Daily, China (@PDChina) May 25, 2019