বিয়েতে পেঁয়াজের স্তবক উপহার দিল বরের বন্ধুরা

 

বিবাহ হোক কিংবা বিবাহবার্ষিকী, উপহার হিসেবে কি দেবেন তা ভেবে নাকানিচোবানি খেতে হয় অনেককেই| কোন উপহার কার পছন্দ হবে এই ভেবেই দিন হয়ে যায় কাবার| এই মুহূর্তে বিয়ে হোক বা বৌভাত কিংবা শুধুমাত্র বিবাহবার্ষিকী উপহার হিসেবে বাজার মাতাচ্ছে কোন জিনিস জানা আছে কি? তাহলে শুনুন| এই মুহুর্তে সেরা উপহার হিসেবে বিবেচিত হচ্ছে পেঁয়াজ| হ্যাঁ, অতিরিক্ত দামের কারণেই মূল্যবান উপহার হিসেবে গ্রহণ করা হচ্ছে|

পেঁয়াজের দাম বাড়ার সাথে সাথে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে পেঁয়াজ নিয়ে তৈরী হতে শুরু করে নানা মিম| সবচেয়ে মূল্যবান হওয়ার কারণে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই প্রথম পেঁয়াজকে উপহার দেওয়ার আইডিয়া দেওয়া হয়| কিন্তু সত্যিই কি উপহার হিসেবে পেঁয়াজ দেওয়া যায়?

সম্প্রতি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে একটি বিয়েবাড়ির দৃশ্য| জানা গেছে, সত্যিই সেখানে নব দম্পতিকে পেঁয়াজের স্তবক উপহারস্বরূপ দেওয়া হয়েছে| ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর একটি রাজ্য কুদ্দালোরের মাঞ্জাকুপ্পামে| শাহুল এবং শাবরিনার বিয়েতে শাহুলের বন্ধুরাই ঘটায় এই কান্ডটি| গত রবিবার বিয়েবাড়িতে ঘটা এই অদ্ভুত ঘটনা স্বাভাবিকভাবেই ভাইরাল হতে সময় লাগেনি| জানা গেছে, শাহুলের বন্ধুদের দেওয়া উপহারের প্যাকেট খুলতেই বেরিয়ে আসে পেঁয়াজ, প্যাকেটের গায়ে তখন উড়ছে দামের ট্যাগ| এই অভিনব উপহার মুহূর্তের মধ্যে বিয়েবাড়ির পরিবেশ বদলে দেয়| অভিনব উপহার দেওয়ার পরিকল্পনা যাদের তাদের মধ্যে একজন জানান, বিয়েতে বিরিয়ানির পাশাপশি পেঁয়াজের রায়তা বানানোর ইচ্ছে ছিল শাহুলের| কিন্তু পেঁয়াজের অতিরিক্ত দামের কারণে প্ল্যান পরিবর্তন করতে হয়| পেঁয়াজের রায়তার বদলে শশার রায়তার ব্যবস্থা করা হয়| শাহুলের এক বন্ধুর বক্তব্য, সেই মুহূর্তে কুদ্দালোরে পেঁয়াজের দাম ১৯৫ টাকা প্রতি কেজি| তাই নব দম্পতিকে উপহারস্বরূপ ২.৫ কেজি পেঁয়াজ উপহার দিয়েছেন তারা|    

এটা শেয়ার করতে পারো

...

Loading...