ভাতকাপড় নয়, বিনোদন এবং ওয়েব সিরিজের দায়িত্ব নিলেন স্বামী

বিয়ে যেমন দুটি পরিবারের মিলনের একটি উপায়, সেরকমই দুটি মনের মিলনেরও উপায়| স্বামী এবং স্ত্রী একে অপরের হাতে হাত রেখে বাকি জীবনটায় একসাথে চলার প্রতিশ্রুতি দেওয়ার নামই বিবাহ| কিন্তু একটি বিয়ের জন্য রয়েছে নানা নিয়মকানুন| অধিবাস থেকে শুরু করে জল সইতে যাওয়া, গঙ্গা নিমন্ত্রণ, গায়ে হলুদ আশির্বাদ প্রভৃতি| বর্তমানে আবার এর সাথে যুক্ত হয়েছে মেহেন্দি এবং সঙ্গীতের মতো অনুষ্ঠানও| বিয়ের সময় সম্প্রদান, মালাবদল, সিঁদুর দান, শুভদৃষ্টি প্রভৃতি প্রচুর নিয়মকানুন|

বিয়ের পরের নিয়মগুলি মূলত পালিত হয় শ্বশুরবাড়িতে| বউ বাড়িতে প্রবেশের পরেই দুধ উথলানো দেখা দিয়ে শুরু হয় নিয়মের পথচলা| শ্বশুরবাড়িতে প্রথমদিনটিকে বাঙালিদের মধ্যে ‘কালরাত্রি’ বলার নিয়ম রয়েছে| কালরাত্রিতে স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখবেনা এটাই নিয়ম| পরেরদিন সকালে প্রথম যে অনুষ্ঠানটি হয় তা হলো ভাতকাপড়ের অনুষ্ঠান| আর সম্প্রতি এই ভাতকাপড়ের অনুষ্ঠান করেই ভাইরাল হয়েছেন এক দম্পতি| সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছেন একজন বর| তার কারণ ভাতকাপড়ের অনুষ্ঠানে স্ত্রীয়ের শুধু ভাতকাপড়ের দায়িত্ব না নিয়ে তার সাথে বিনোদন এবং ওয়েব সিরিজের দায়িত্বও নিয়েছেন তিনি| তার বদলে স্ত্রীকে অনুরোধ করেছেন তার রাগ বা অভিমানকে সহ্য করতে| বরের এই অভিনব প্রয়াসই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার অলিতে গলিতে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...