একটি নতুন ওয়েবসাইট চালু হচ্ছে স্কুল শিক্ষা কমিশনের জন্য। শুক্রবার ১৪ ডিসেম্বর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নতুন ওয়েবসাইটের উদ্বোধন করবেন। এর ফলে শুধুমাত্র দফতরের কর্মী অধিকারিকরাই নন, উপকৃত হবেন সাধারণ শিক্ষকরাও। বর্তমানে আলাদা আলাদা কয়েকটি ওয়েবসাইট আছে আলাদা আলাদা বিভাগের তথ্য রাখার জন্য। সেগুলো সব বন্ধ করে দেওয়া হবে। এখন থেকে একটি ওয়েবসাইটেই সব তথ্য রাখার ব্যবস্থা থাকবে। যে কোনও শিক্ষক বা উৎসাহী যে কেউ সেখানে গিয়ে অর্ডারগুলি দেখতে বা ডাউনলোড করতে পারবেন বলে জানা যাচ্ছে। ওয়েবসাইটটিতে স্কুলে শিক্ষক বা পড়ুয়াদের হাজিরা, কত জন মিড ডে মিল খাচ্ছে, কত টাকা বরাদ্দ হয়েছে, যে কোনোও প্রকল্পে বরাদ্দ, প্রকল্পের অগ্রগতি, সরকারি আদেশ প্রভৃতি পাওয়া যাবে।
তবে স্বাভাবিকভাবেই এই ওয়েবসাইটটির দুটি ভাগ থাকবে। একটি সর্বসাধারণের জন্য এবং অপরটি গোপনীয় বিভাগ। এই জায়গাটিতে শুধুমাত্র অধিকারিকেরাই ঢুকতে পারবেন। ওয়েবসাইটটিতে কর্মী আধিকারিকদের এবং শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়ের পাশাপাশি পেনশনও অন্তর্ভুক্ত করার কথা ভাবা হয়েছে। কিন্তু পেনশনের ব্যবস্থাপনা এই ওয়েবসাইটের মাধ্যমে করা সম্ভব কি না, সে ব্যাপারে সন্দেহ রয়েছে বিকাশ ভবনের কর্তাদের একাংশের। এখানে প্রয়োজনীয় সব তথ্যই হাতের কাছে থাকবে। কখনও কোনো শীর্ষ আধিকারিক জরুরি ভিত্তিতে কোনো তথ্য চেয়ে পাঠালে অধস্তন কর্মচারীরা সহজেই তা পাঠাতে পারবেন। ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার বেশ কিছুদিন ধরে কাজ করে এই ওয়েবসাইটটি তৈরী করেছেন। নতুন এই ওয়েবসাইট নিয়ে স্কুলশিক্ষা দফতর যথেষ্ট আশাবাদী। এখন যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যাবে ওয়েবসাইটটিতে।