সাগরদীঘিতে নতুন তাপবিদ্যুৎকেন্দ্র

আমাদের রাজ্যে এখন বিদ্যুতের ঘাটতি প্রায় নেই বললেই চলে। তা সে গরমকালেই হোক বা পুজোর সময়, বিদ্যুৎ উৎপাদন এবং বন্টন ঠিকভাবে হয় বলে বিদ্যুতের সমস্যা হয়না। আগামী দিনে শিল্পের জন্য রাজ্যকে তৈরী থাকতে হবে-তাই এই ক্ষেত্রে যাতে বিদ্যুতের জন্য কোনো সমস্যা না হয় এবং এই পরিষেবা আরো ভালো করা যায়, সেই লক্ষ্যে সাগরদীঘিতে আর একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই ওই বিদ্যুৎ কেন্দ্র তৈরী হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

      বিদ্যুৎ দফতর সূত্রের খবর, সাগরদীঘিতে ইতিমধ্যেই চারটি বিদ্যুৎ তৈরির ইউনিট রয়েছে। তার মধ্যে দুটি ইউনিট থেকে ৫০০ মেগাওয়াট এবং বাকি দুটি ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ইতিমধ্যেই সাগরদিঘি থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। নতুন এই ইউনিটটি থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। 'সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট' হিসেবে এই ইউনিটটিই হবে সর্বাপেক্ষা আধুনিক। অত্যাধুনিক এই ইউনিটটি তৈরী করার জন্য সর্বাপেক্ষা ৩,৫০০ কোটি টাকা পেয়েছে ভেল। ইউনিটের টারবাইন, ডিজাইন, বয়লার, ছাই-এর প্ল্যান্ট সহ নানা  পরিকাঠামো তৈরী করবে ভেল। আগামী ছয় মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছে বিদ্যুৎ দফতর। ইউনিটটির জন্য পরিবেশ মন্ত্রকের একটি ছাড়পত্র পাওয়ার বাকি আছে, সেটাও শিগগিরই পাওয়া যাবে বলে আশাবাদী দফতর।

     বর্তমানে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ ৪,৮৬৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। তার ওপর রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি এবং কেন্দ্রীয় সংস্থাগুলি থেকে প্রাপ্ত বিদ্যুৎও রয়েছে। রাজ্যে সময়ভেদে বিদ্যুৎ চাহিদার হেরফের হয়। চাহিদা মতই উন্নয়ন নিগমের বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এইভাবেই রাজ্যের বিদ্যুৎ সমস্যা যাতে একদমই না থাকে, তার ব্যবস্থা করা হয় পরিস্থিতি বুঝে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...