রাস্তাঘাটে চলাচলের সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অন্যমনস্ক থাকি। কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা তো কখনো আপন মনেই হেঁটে চলা। এইসব কিছুর মাঝে ফোন আমাদের হাত থেকে যেমন ছিনতাই হয়ে যেতে পারে সেরকম চোরের হাতযশে চুরিও হয়ে যেতে পারে। যখন তার খোঁজ পড়ে তখন আর কিছু করার থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে চুরি যাওয়া ফোন কালোবাজারে বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল। কিন্তু সবক্ষেত্রেই যে এটাই হবে তার কোনো মানে নেই। কিছু ক্ষেত্রে আবার অপরাধ জগতের হাতিয়ার হয়ে উঠতে পারে সেই ফোন। তাই ফোন হারানোর সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কিছু স্টেপ নেওয়া উচিত।
ফোন হারালেই যে পুলিশের কাছে রিপোর্ট করতে হয় তা আমাদের সকলেরই জানা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রিপোর্ট করার পরেও সেই ফোনের খোঁজ মেলে না। মূলত যতক্ষণ সেই হারানো বা চুরি যাওয়া ফোন নেটওয়ার্ক কভারেজের মধ্যে থাকছে ততক্ষন সেই ফোনের হদিস পাওয়া সম্ভব। কিন্তু একবার সেই ফোনের সিমকার্ড খুলে ফেলে দিলে তার খোঁজ পাওয়া সত্যিই দুস্কর। এরপর সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ারে ফোন করে সেই সিম লক করার পালা। হারিয়ে যাওয়া সিম সবসময় লক করেই রাখা উচিত কারণ অপরাধ জগতের সাথে যুক্ত হয়ে গেলে সেই সিমের মালিক হিসেবে আপনার উপরেও সেই আঁচ আসতে পারে।
দিনের পর দিন যেভাবে মোবাইল চুরির ঘটনা বেড়ে চলেছে সেখানে দাঁড়িয়ে টেলিকম মন্ত্রক নিলো এক অভিনব সিদ্ধান্ত। প্রতিটি ফোনের একটি ইউনিক আইএমইআই নাম্বার রয়েছে। এই ১৫ ডিজিটের নাম্বারটি প্রতিটি ফোনের ক্ষেত্রেই আলাদা হয়ে থাকে। টেলিকম ডিপার্টমেন্ট জানিয়েছে, কারোর কাছ থেকে যদি মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে পুলিশে রিপোর্ট করার পর এই আইএমইআই নাম্বার নিয়ে টেলিকম ডিপার্টমেন্ট এ গেলে ওই নম্বরের সাথে সম্পর্কযুক্ত ফোনটি তৎক্ষনাৎ বন্ধ করে দেওয়া হবে। আর ফোনের এই নাম্বারটি বন্ধ করে দেওয়ার অর্থ হলো ফোনটি খেলনা হয়ে যাবে। কেউ যদি সেই ফোন আত্মস্মাৎ করে থাকেন তাও তার কোনো লাভ হবে না।
এরজন্য টেলিকম বিভাগে তিনধরণের নাম্বারের লিস্ট নথিভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট এবং গ্রে লিস্ট। টেলিকম ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, এর মধ্যে হোয়াইট লিস্টের মধ্যে থাকা ফোনগুলি ভবিষ্যতে আবার ব্যবহার করা যাবে। গ্রে লিস্টে থাকা ফোনগুলি ব্যবহার করা গেলেও এর উপর নজরদারি থাকবে। আর ব্ল্যাক লিস্টে থাকা ফোনগুলি আর ব্যবহার করা যাবে না। কিন্তু এই নিয়মের ফলে হারানো ফোন ফিরে পাওয়া যাবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।