বাঙালির মিষ্টি প্রেম বরাবরের|মিষ্টি ভালবাসেননা এমন কোনও বাঙালি নেই|তাই এবার মিষ্টি প্রেমীদের জন্য এলো সুখবর|কলকাতা শহরের বুকে তৈরী হল সুইটহাব|কাজেই এবার থেকে বেড়াতে শুধু নয় মিষ্টির সন্ধানে শহরবাসী ঢুঁ মারবেন ইকো পার্কে|রাজারহাটে বিশালকার জমি ঘিরে রাজ্যসরকারের উদ্যোগে তৈরী হয়েছে ইকো পার্ক|ঢেলে সাজানো হয়েছে এই পার্কটিকে|টয়ট্রেন থেকে শুরু করে ঘুম স্টেশন দার্জিলিংয়ের চা বাগান ও পৃথিবীর অন্যতম আশ্চর্যগুলিও স্থান পেয়েছে এখানে|এবার শহরের মিষ্টিপ্রেমীদের কথা মাথায় রেখেই রাজ্যসরকারের নয়া উদ্যোগ|চলতি মাসের ৫ই জুলাই থেকে আমজনতার জন্য খুলবে এই মিষ্টিহাব|শহরের দশটি প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারকরা থাকবেন এই মিষ্টি হাবে|কে সি দাস, বাঞ্ছারাম,বলরাম মল্লিক রাধারমণ মল্লিক,নলিন চন্দ্র দাস,গাঙ্গুরাম,হিন্দুস্থান সুইটস,গুপ্তা ব্রাদার্স,নিউ নবকৃষ্ণ গুই সহ আরো বেশ কিছু প্রসিদ্ধ মিষ্টির দোকানের মিষ্টি থাকবে এই হাবে|এর পাশাপাশি থাকবে বর্ধমানের মিহিদানা সিতাভোগ,কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা,শাক্তিগরের ল্যাংচা অর্থাৎ এক কথায় এক ছাদের তলায় থাকবে সমস্ত রকম ঐতিহ্যবাহী মিষ্টির সম্ভার|সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরী এই মিষ্টি হাবে ঢুকলে পাওয়া যাবে পুরানো কলকাতার আমেজ|মিষ্টি হাবের সামনে থাকবে পার্কিং লট যারা এই মিষ্টি হাবে আসবেন তারা আধ ঘন্টার জন্য বিনামূল্যে গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন|সারা বছর কলকাতার বহু মানুষ আসেন এই ইকো পার্কে এবার মিষ্টির সন্ধানে আরো মানুষের ভিড় বাড়বে বলে আশা রাখছেন কতৃপক্ষ|