ভঙ্গুর হাড় হলে ছোটখাটো দুর্ঘটনাই যথেষ্ট সেই হাড় ভাঙার জন্য| আর একবার একবার হাড় ভাঙার অর্থ হলো বেশ কিছুদিনের জন্য হাতে প্লাস্টার করে রাখা| দীর্ঘদিন হাতে প্লাস্টার করা থাকার ফলে সেইস্থানে যেমন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেরকমই সেইস্থানে চুলকানির সমস্যাও তৈরী হতে পারে| এইসব কথা মাথায় রেখে সম্প্রতি তৈরী হয়েছে এমন এক ধরনের প্লাস্টার যা কিনা ওয়াটারপ্রুফ|
শিকাগোর একদল ইঞ্জিনিয়ার সম্প্রতি আবিষ্কার করেছেন ব্রিদেবল ওয়াটারপ্রুফ প্লাস্টার| এরজন্য এক নতুন ধরনের ঢালাই বা কাস্ট তারা আবিষ্কার করেছেন| এরফলে স্নানের সময় হাতে প্লাস্টিক জড়ানোর দিন শেষ হতে চলেছে বলেই বক্তব্য তাদের| শিকাগোর একটি নতুন স্টার্ট আপ কোম্পানি কাস্ট ২১ প্লাস্টারের পরবর্তী সমস্যাগুলি দেখেন এবং তার পরেই এই নতুন ধরনের কাস্টটি বানানোর সিদ্ধান্ত নেন| ইলিনয়েস ইউনিভার্সিটির জেসন ট্রাউটনার নামক একজন বায়োমেডিকেল ডিজাইন ইঞ্জিনিয়ার, অ্যাসলে ময় এবং ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার জাস্টিন ব্রুকস-এর সহযোগিতায় এমন একটি ব্রিদেবল, বেশি হাইজেনিক এবং ওয়াটারপ্রুফ কাস্ট তৈরী করেছেন যা সেট করতে মাত্র ১০ মিনিট সময় লাগবে| এই কাস্টটি তৈরী করা হয়েছে একধরনের লিকুইড আঁঠা দিয়ে যা পরবর্তীকালে শক্ত হয়ে যায় এবং হাড়কে এক জায়গায় আটকে রাখতে সাহায্য করে|
সংস্থার বক্তব্য, যেসব মানুষ হাড় ভাঙার কারণে দৈনন্দিন কাজকর্ম করতে পারেননা তাদের ক্ষেত্রে এই সুস্থ হওয়ার পদ্ধতিটি যাতে খুব স্বাভাবিকভাবে হয় তার জন্যই তৈরী করা হয়েছে এই নতুন ধরনের কাস্টটি| কাস্ট ২১ এর ভাইস প্রেসিডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ভেরোনিকা হগ জানান, এই কাস্টটি অন্য কাস্টের থেকে খোলাও অনেক সহজ| তিনি জানান, কাস্টটি পোর্টেবল হওয়ার কারণে কোনো ধরনের জল বা ইলেক্ট্রিসিটির প্রয়োজনও পড়ে না এটি সেট করার সময়|