মারণরোগ ক্যান্সার| একবার শরীরে থাবা বসালে নিস্তার পাওয়া বেশ কঠিন| কেমোথেরাপি থেকে শুরু করে রেডিয়েশন সহ নানা পদ্ধতির ব্যবহার চললেও কিছু কিছু ক্ষেত্রে এইসব ওষুধও হার মানে ক্যান্সারের কাছে| তাই শরীরে একবার ক্যান্সার থাবা বসালে শরীরের উপর যতটা না চাপ পড়ে তার থেকেও বেশি চাপ পড়ে মানসিক দিক থেকে|
অন্যদিকে, শহরের জনসংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এই রোগ| কিন্তু চিকিৎসাক্ষেত্রে যথাযথ পরিকাঠামো না থাকার দরুণ আজও অনেক রোগীর পরিবারের লোকজন ভরসা করেন বাইরের হাসপাতালগুলির উপর| কিন্তু এখন সেই চিন্তা দূর করে মহানগরীর বুকে তৈরী হলো একটি নতুন ক্যান্সার হাসপাতাল| অত্যাধুনিক নিউক্লিয়ার মেডিসিন দ্বারা ক্যান্সারের ট্রিটমেন্ট এখন হবে এই শহরেই|
নিউক্লিয়ার মেডিসিন হল এক বিশেষ ধরনের মেডিসিন যা ক্যান্সারের চিকিৎসায় বা শরীরে ক্যান্সারের কারণ খুঁজতে ব্যবহৃত হয়ে থাকে| নিউক্লিয়ার মেডিসিনের মূল উপাদান হল, রেডিওঅ্যাকটিভ কম্পাউন্ড যা সাধারণত ক্যান্সার রোগ নির্ণয়ে সাহায্য করে| মূলত যেসব ক্যান্সার ইতিমধ্যেই প্রাইমারি টিউমার থেকে বেরিয়ে কাছের লিম্ফ নোড(লসিকা গ্রন্থি) এবং বোন ম্যারোকে অর্থাৎ অস্থিমজ্জাকে আক্রমন করে ফেলেছে সেরকম ক্যান্সারের স্টেজ নির্ণয়ে সাহায্য করে এই নিউক্লিয়ার মেডিসিন|
এর আগে থেকেই নয়াবাদের নেতাজি সুভাস চন্দ্র বসু ক্যান্সার হাসপাতালে এই পদ্ধতিতে চিকিৎসা শুরু হয়ে গেছে| এবার শহরের এক বেসরকারী হাসপাতালে এই প্রযুক্তির উদ্বোধন হলো| সম্পূর্ণ নতুন একটি হাসপাতাল তৈরী হলো এই প্রযুক্তিকে সাথে নিয়ে| ডাক্তাররা জানাচ্ছেন, ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন এবং কেমোথেরাপির পাশাপাশি প্রয়োজন এই নিউক্লিয়ার মেডিসিনের| কিন্তু কলকাতার বহু হাসপাতালে এর আগে এই পদ্ধতি উপলব্ধ ছিল না| শুধুমাত্র সরকারী হাসপাতাল এসএসকেএম হাসপাতালেই বেশ কয়েকশ কোটি টাকা খরচ করে এই মেশিন কেনা হয়েছিল| এছাড়া কিছু বেসরকারী হাসপাতালে এই ব্যবস্থা চালু ছিল|
হাসপাতাল সূত্রের খবর, সেখানে লিনিয়র অ্যাক্সিলারেটরের মত প্রযুক্তির সাথে সাথে রয়েছে পেট সিটি স্ক্যান-এর সুবিধাও| এর সাথেই রয়েছে বিটা অ্যান্ড গামা থেরাপিরসুযোগও| হাসপাতালের আধিকারিকদের মত, ক্যান্সার চিকিৎসার মূল বাধা হল এর ব্যয়বহুল চিকিৎসা| তাই সরকারী হাসপাতালের পাশাপাশি বেসরকারী হাসপাতালেও যাতে সকলের সাধ্যের মধ্যে থেকে চিকিৎসা করানো যায় তাই এরকম প্রযুক্তিসহ একটি গোটা বেসরকারী হাসপাতাল চালু করা হল শহরে|