নতুন যুগের ট্রেন

৭টি রঙের নতুন কামরা ছাড়ল ভারতীয় রেল।ভারতীয় রেল  বিভাগের  উত্তরের শাখা এই রঙ বেরঙের স্লিপার কোচগুলি তৈরী করেছেন।  বুধবার দিল্লি স্টেশনে এই কোচগুলির পরিদর্শন করতে এসে রেলমন্ত্রী পিয়ুস গোয়েল জানান যে সারা দেশ জুড়ে রেল পরিষেবার মানচিত্র এবং যাত্রীদের অভি়জ্ঞতার উন্নতির জন্য এই পদক্ষেপ নিয়েছে রেল মন্ত্রক। রেল আধিকারিকদের তরফ থেকে জানা যায় যে বাইরের সাথে সাথে ট্রেনের ভিতরে  অংশেরও অনেক উন্নতি করা হয়েছে। সেল্ফ প্রোপালশন দ্বারা চালিত এই ট্রেন নতুন যুগের ট্রেনের সুত্রপাত ঘটিয়েছে। কুইক অ্যাক্সিলারেশন সিস্টেমের ফলে এই ট্রেন অনেকটা ইয়রোপীয় ট্রেনের ধাচে তৈরা করা হয়েছে বলে জানা যায় পিটিআইয়ের পক্ষ থেকে।

inner train

এটা শেয়ার করতে পারো

...

Loading...