অতিকায় চেহারার কারণে ব্রিটেনে বিড়ালের জন্য তৈরী হলো ক্রাস ডায়েট প্ল্যান

স্থুলত্বের কারণে ব্রিটেনের সবচেয়ে ‘স্বাস্থ্যবান’ বিড়ালের স্বীকৃতি অর্জন করা পাইসলের পরিবর্তন এলো খাবারে| জানা গেছে, ৯.৬ কেজি ওজনের এই বিড়ালটিকে তার মালিক আর কোনভাবে রাখতে রাজি না হলে তাকে দিয়ে আসা হয় একটি রেসকিউ হোমে| সেখানকার কর্মীরাই তার স্থুলত্ব কমানোর জন্য তার জন্য প্ল্যান করেছেন একটি ডায়েট চার্টের|

জানা গেছে, বিড়ালটির স্বাভাবিক ওজন অন্য সকল স্বাস্থ্যবান বিড়ালের থেকেও প্রায় দুইগুন বেশি| পশ্চিম সাসেক্স-এর ‘ক্যাটস প্রটেকশন ন্যাশনাল ক্যাট অ্যাডপশন সেন্টার’ সূত্রের খবর, অতিকায় স্থুল চেহারার জন্য নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতেও সমস্যা হচ্ছে বিড়ালটির| জানা গেছে, আগের মালিকের কাছে থাকাকালীন তাকে অত্যন্ত বেশি বেশি খাবার দেওয়া হতো| এছাড়াও শরীরচর্চার অভাবেও স্থুলত্ব এসেছে বিড়ালটির শরীরে|

রেসকিউ সেন্টারের ডেপুটি ম্যানেজার তানিয়া মার্স জানান, তিনি প্রথমবার যখন পাইসলেকে দেখেন তখন তিনি এতটাই অবাক হয়েছিলেন যে, তার মনে হয়েছিল কিছুক্ষনের জন্য তার নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে| তিনি জানান, এখনও পর্যন্ত দেখা স্থুলকায় বিড়ালদের মধ্যে এটিই সবচেয়ে স্বাস্থ্যবান| এর আগে এত স্থুলকায় চেহারাযুক্ত বিড়াল তিনি দেখেনই নি| তিনি জানান, তিনি গত ১৩ বছর ধরে এই রেসকিউ সেন্টারে রয়েছেন| কিন্তু এই ১৩ বছরের ইতিহাসে প্রথমবার তিনি এইরকম বিড়াল দেখলেন| রেসকিউ সেন্টারের কর্মীদের কথায়, খাবারের প্রতি বিশাল মোহ রয়েছে পাইসলে-র| এছাড়াও সারাদিন ঘরের ভিতরে থাকার ফলে পর্যাপ্ত পরিমাণ শরীরচর্চা করার সুযোগ পায়নি বিড়ালটি| রেসকিউ টিমের কর্মীরা জানিয়েছেন, বিড়ালটি খুবই সুন্দর এবং খুবই মিশুক| তাই তার ওজন এইভাবে বৃদ্ধি পেতে দেখে সকলেরই খারাপ লাগছে|

জানা গেছে, পাইসলে কোলে বসে আদর খেতে সবচেয়ে বেশি পছন্দ করলেও তার ওজন কমানোর জন্য যথেষ্ট যুদ্ধও চালিয়ে যাচ্ছে সে| ইতিমধ্যেই তার জন্য একটি নতুন ঘরের ব্যবস্থাও করা হয়েছে রেসকিউ সেন্টারের পক্ষ থেকে| তার থেকেও বড় সুখবর, নতুন ডায়েট প্ল্যান ফলো করে নিজের ওজন এক পাউন্ড অর্থাৎ ০.৪৫ কিলোগ্রাম কমিয়ে ফেলেছে পাইসলে| তবে নতুন বাড়িতে যাওয়ার পরেও তাকে মেনে চলতে হবে এই নতুন ডায়েট প্ল্যান|   

    

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...