চাঁদের পাশেই পাক খাচ্ছে ছোট চাঁদ

আচ্ছা, পৃথিবীর নাকি একটাই চাঁদ? তাহলে ওটা কি? যেটা পৃথিবীকে তিন বছর ধরে পাক খেয়ে চলেছে? তাহলে কি আবার নতুন কোনো উপগ্রহে জন্ম হলো? কি বলছেন মহাকাশবিজ্ঞানীরা? মহাকাশবিজ্ঞানীরা জানাচ্ছেন, সম্প্রতি তারা খোঁজ পেয়েছেন একটি নতুন চাঁদের| যা কিনা তিন বছর ধরে একটি নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে| বিজ্ঞানীদের ভাষায়, এই বস্তুটির আকৃতি খুব বড় নয়| খুব বেশি হলে একটা গাড়ির মতো আকার হবে তার| এই সদ্য আবিষ্কৃত বস্তুটির নামকরণ করা হয়েছে ২০২০ সিডি৩| অ্যারিজোনিয়া বিশ্ববিদ্যালয়ের লুনার অ্যান্ড প্ল্যানেটোরি ল্যাবের অধীনস্ত ক্যাটালিনা স্কাই সার্ভের বিজ্ঞানীদের ধারাবাহিক গবেষনার ফলে ধরা পড়েছে এই নতুন উপগ্রহটি|

গত বুধবার, এই গবেষনার সাথে যুক্ত এক বিজ্ঞানী ক্যাস্পার উইয়ারকোর্স নিজেই ট্যুইট করে জানিয়েছেন এই আবিষ্কারের কথা| তার দাবি অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারী থেকে তারা এই বস্তুটির উপর ধারাবাহিক ভাবে নজর রেখেছিলেন| এই নজরদারির ফলেই তারা দেখেন এই সদ্য আবিষ্কৃত ভ্রাম্যমান বস্তুটি একটি নির্দিষ্ট কক্ষপথ ধরেই ঘুরে চলেছে| তবে বিজ্ঞানীরা এই বস্তুকে উপগ্রহ না বলে গ্রহাণু বলতে বেশি স্বচ্ছন্দ্য| কিন্তু এই বস্তুটি যেহেতু আবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে তাই এটিকে গ্রহাণু না বলে ‘ছোট চাঁদ’ নাম দিয়েছেন বিজ্ঞানীরা| বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহানু বলয় থেকে ছোটবড় নানা আকৃতির গ্রহাণু পৃথিবীর কাছে আসে| ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল ইউনিয়নের প্ল্যানেট সেন্টার পৃথিবীর সংস্পর্শে আসা বিভিন্ন মহাজাগতিক বস্তুর উপর নজর রাখে| তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পৃথিবীর চারপাশে থাকা দশ লক্ষাধিক গ্রহানুর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এটি| এর আগে ২০০৬-০৭ সাল নাগাদ, এরকমই একটি গ্রহানুর খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা| কিন্তু সেই ক্ষেত্রে মাত্র ১৮ মাসের জন্যই পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল সেই গ্রহাণু| সেই গ্রহাণুটির নামকরণ করা হয়েছিল ২০০৬ আরএইচ১২০| এরপরে খোঁজ মেলে এই ছোট চাঁদের যে ও কিনা পৃথিবীকে একটি নির্দিষ্ট কক্ষপথ ধরে প্রদক্ষিন করছে| বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রকৃত চাঁদের তুলনায় পৃথিবীর থেকে এই ছোট চাঁদের দুরত্ব আরও বেশি| এই দুরত্ব আজও নির্ধারণ করা যায়নি| তাই এই ছোট চাঁদকে নিয়ে গবেষণা যে আরও চলবে তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...