স্ট্রোকের খবর জানুন অ্যাপের মাধ্যমে

স্ট্রোক ফাউন্ডেশন অফ বেঙ্গল 'রিস্কোমিটার' নামে একটি অ্যাপ বাজারে নিয়ে আসছে। তাদের দাবি, এই অ্যাপের মাধ্যমে স্ট্রোকের আগাম সম্ভাবনা জানা যাবে। আজকাল বিভিন্ন রকমের অ্যাপ সকলের মোবাইলে মুঠোবন্দী। সেরকমই একটি অত্যন্ত প্রয়োজনীয় অ্যাপ হিসেবে ব্যবহার করা যাবে এই রিস্কোমিটার'কে।

              সংস্থার তরফে দাবি করা হয়েছে, অদূর ভবিষ্যতে মানুষকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে এই অ্যাপ। এটি সঠিকভাবে ব্যবহার করলে অতর্কিত স্ট্রোকের মত ঘটনা অনেকটাই আটকানো সম্ভব বলে মনে করছে বাংলার এই সংস্থাটি। চিকিৎসকদের কথা অনুযায়ী সাধারণত মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটলে স্ট্রোক হয়। যার ফলে সাধারণ মানুষ অনেক সময় পক্ষাঘাতের শিকার হয়ে পড়ে। এই রকম অবস্থায় বাড়াবাড়ি হলে মৃত্যু পর্যন্ত ঘটে যায়।

স্ট্রোক ফাউন্ডেশনের এক প্রবীণ কর্তা জানান, কোনও নির্দিষ্ট ব্যক্তির আগাম স্ট্রোকের সম্ভাবনা অনুধাবন করতে অ্যাপ ব্যবহারকারীদের প্রথমে একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে। সেই উত্তরের ভিত্তিতেই এই অ্যাপটি স্ট্রোকের সম্ভাবনার আগাম পূর্বাভাস দিতে সক্ষম হবে। এই অ্যাপ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সাক্ষ্য বলেও মন্তব্য করেন অপর এক অধিকর্তা। ওই সংস্থার এক গবেষক মনে করেন, দেশ জুড়ে যেভাবে দিন দিন স্ট্রোক বেড়ে চলেছে, সেক্ষেত্রে মানুষের মধ্যে এ নিয়ে সচেতনতা বৃদ্ধির প্ৰয়োজন রয়েছে। আরও বেশি সচেতন হওয়ার জন্য এই অ্যাপটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।

            স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরী এই অ্যাপটি ইংরেজি, বাংলা সহ মোট ১২টি ভাষায় ব্যবহার করা যাবে। এর ফলে প্রায় সব ভাষাভাষীর মানুষ এই অ্যাপটির সুবিধা নিতে পারবেন। অন্যান্য মোবাইল অ্যাপ যেমনভাবে ডাউনলোড করা হয়, এটিও সেইভাবেই ডাউনলোড করা যাবে নিজের ফোনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...