যশোর রোডে আচমকা লাইটপোস্টে ধাক্কা মারল এক বিরাট বিমান! ঘটল বড়সড় দুর্ঘটনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ রোড, যশোর রোড। তবে, শুধু তাই নয় এপার বাংলার সঙ্গে ওপর বাংলাকে জুড়েছে এই যশোর রোডই। প্রায় এই রাস্তা দিয়ে প্রতিদিন লাখের কাছাকাছি গাড়ি চলাচল করে। এক কথায় বলতে শহরের ব্যস্ততম রোডের মধ্যে অন্যতম এই যশোর রোড।

সেখানেই ঘটল বড়সড় দুর্ঘটনা! হঠাৎ কি হয়েছে এখানে? জানা গিয়েছে যে আচমকাই ধেয়ে আসে এক বিরাট বিমান। তারপরেই লাইটপোস্টে ধাক্কা মেরে কমল সেই বিমানের গতি। বিমান দুর্ঘটনার খবর সকল সাধারণের কানে যেতেই তাঁরা একবার হলেও জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে পড়ছে।

দুর্ঘটনা হলেও কোনও বড়সড় দুর্ঘটনা নয়, তবে, হতে পারত একটা বড়সড় দুর্ঘটনা। সেই বিমানটি দেখতেও ভীড় জমাচ্ছেন বহু মানুষ। তার সঙ্গে চলে দেদার সেলফি। শোনা যাচ্ছে যে এয়ারপোর্ট থেকে প্লেনটি বের করতেই ঘটল দুর্ঘটনা।

কিন্তু হঠাৎ কেন অকেজো হয়ে গেল এই বিমানটি?

জানা গিয়েছে যে এই বিমানটি নিলামে কিনে নেয় পঞ্জাবের একটি সংস্থা। আর তারাই সেটিকে নিয়ে রওনা দিয়েছিল সড়কপথে। বিটি কলেজের নিকট এয়ারপোর্টে সীমানা থেকে প্লেনটি বের করতে গিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি লাইটপোস্টে ধাক্কা লাগে। এরপরেই ভেঙে যায় প্লেনের লেজ। তারপরেই ছড়িয়ে পরে প্লেন দুর্ঘটনার খবরটি।

আরও জানা গিয়েছে যে এটি এয়ার ইন্ডিয়ার বিমান, নম্বর AIRBUS A319। বহু পুরনো এই বিমানটি। ফলে, মেরামতি করেও চালানো সম্ভব নয় আর তাই নিলামে তোলা হয়। এবার এই বিমানটি দিয়ে হয়তো তৈরি হতে পারে কোনও রেস্টুরেন্ট, হোটেল কিংবা কোনও দর্শনীয় জায়গায় রাখা হতে পারে।

তবে জানা গিয়েছে যে এখন বিমানটি রাস্তার ধারেই রাখা থাকবে। রাতে রাস্তায় যানবাহন কমলে বিমানটি রওনা হবে পঞ্জাবের উদ্দেশ্যে।    

এটা শেয়ার করতে পারো

...

Loading...