আগামীকাল ২৫ অক্টোবর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীন সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট ফর ড্রাগ ডেভেলপমেন্ট (সিএআরআইডিডি), কলকাতায় পাবলিক ম্যারাথন রানের আয়োজন করেছে। রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর এই ম্যারাথনের সূচনা করবেন। করুণাময়ী মেলা প্রাঙ্গন থেকে ভোর ৬.৩০ মিনিটে এই দৌড় শুরু হয়ে ৩.৩ কিমি এলাকা ঘুরে আবার ওই মেলা প্রাঙ্গনেই শেষ হবে। প্রায় ৫০০ জন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ত্রয়োদশী তিথিতে আয়ুর্বেদের জনক ধন্বন্তরি জন্মগ্রহণ করেন বলে মানা হয়। তখন থেকেই আয়ুর্বেদে বিশ্বাসীরা তাঁর জন্মতিথিকে আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করে আসছেন। হিন্দু আয়ুর্বেদের এই জনকের প্রচারের ফলেই আয়ুর্বেদ আমাদের দেশে এত প্রসিদ্ধ। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকও এই 'ধন্বন্তরি জয়ন্তী'(ধনতেরাস)-র দিনটিকে আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ২০১৬ সাল থেকে।
এই কর্মসূচি প্রসঙ্গে সিএআরআইডিডি নির্দেশক ডঃ জয়রাম হাজরা জানান, আয়ুর্বেদের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন অসুখের সম্পূর্ণ নিরাময় সম্ভব একমাত্র আয়ুর্বেদের মাধ্যমে- সেই বিষয়ে গুরুত্ব আরোপ করতে ডঃ হাজরা আয়ুর্বেদ পদ্ধতির উপকারিতার কথা উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য রাজ্যেও দিনটিকে আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করা হবে।
@moayush is organizing "Run for Ayurveda" on the occasion of #Ayurvedaday in major cities.
— PIB in Odisha (@PIBBhubaneswar) October 24, 2019
Central Ayurveda Research Institute for Hepatobiliary Disorders will hold it at the Biju Patnaik Park, #Bhubaneswar at 6 AM on 25th Oct.
The Theme of this year is "Ayurveda for Longevity" pic.twitter.com/qIrI4wpJUG