ব্যারাকপুরের এয়ারফোর্স স্টেশন সহ বিমানবাহিনীর প্রত্যেকটি স্টেশনে বাহিনীর শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হচ্ছে আগামী ১৪এপ্রিল। মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স অর্জন সিং-এর কৃতিত্ব সম্পর্কে বিমানবাহিনীর সমস্ত কর্মীদের অবগত করা এবং তাদের একত্রিতভাবে কাজ করা ও খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতেই এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।
মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স অর্জন সিং ভারতের সেনাবাহিনীর ইতিহাসের একজন প্রতীকী ব্যক্তিত্ব, যিনি ১৯৬৫ সালের যুদ্ধে দেশের বিমানবাহিনীকে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধ চলাকালীন তাঁর নির্ভীক নেতৃত্বদান তাঁকে আলাদা গরিমায় উন্মোচিত করেছিল। এই নির্ভীক নেতৃত্ব দানের জন্য অর্জন সিং-কে পদ্মবিভূষণে সম্মানিত করা হয়। তিনি একজন নির্ভীক ও অসামান্য বিমানচালক যিনি ৬০টির ও বেশি নানা ধরণের বিমান চালিয়েছেন এবং বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত একইভাবে বিমানচালকের কাজ করে গেছেন। সশস্ত্র বাহিনীর সব স্তরের কর্মীদের কাছে তিনি সবসময় প্রেরণার উৎস হয়ে রয়েছেন। পরবর্তীকালে তিনি কেন্দ্রীয় সরকারের একজন বিশিষ্ট কূটনৈতিক ব্যক্তিত্ব ও উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
১৪ই এপ্রিল বৃহদাকার এই অনুষ্ঠানের আয়োজনের আর একটি লক্ষ্য হল, সারা দেশের ১০০ টি এয়ারফোর্স স্টেশনে ১০০ জনেরও বেশি বিমানবাহিনীর যোদ্ধাকে একই সময় ২১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় সক্ষম করে তোলা। এই অনুষ্ঠানের মাধ্যমে ১০ হাজার জন ভারতীয় বিমানবাহিনীর কর্মী কোনো অনুষ্ঠানে সর্বাধিক অংশগ্রহণের রেকর্ড সৃষ্টি করবেন। উক্ত ম্যারাথন দৌড়টির আয়োজনের দায়িত্বে রয়েছেন গ্রূপ ক্যাপ্টেন এ এস পারেন্ডেকর।
প্রসঙ্গত উল্লেখ্য, ১০ইএপ্রিল বুধবার সাহসিকতার ক্ষেত্রে অসামান্য সেবার স্বীকৃতি স্বরূপ ভারতীয় নৌবাহিনীর মুম্বাই ভিত্তিক পশ্চিমাঞ্চলীয় কমান্ডার যুদ্ধ জাহাজ 'শিকারা'- তে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এ বছর প্রজাতন্ত্র দিবসের দিন ঘোষিত সাহসিকতা সহ অন্যান্য পুরস্কার নৌ সেনাদের হাতে তুলে দেওয়া হয়। মূল অনুষ্ঠানের আগে এক কুচকাওয়াজে বাহিনীর ৫০ জন সেনানী নৌসেনা প্রধানকে গার্ড অফ অনার দেন। কুচকাওয়াজ শেষে নৌ সেনা প্রধান মোট ৪৫টি পদক তুলে দেন যোগ্য প্রাপকদের হাতে। এর মধ্যে রয়েছে সাহসিকতার জন্য ১৮টি নৌ সেনা পদক, কর্তব্য পালনে আন্তরিকতা ও দক্ষতার জন্য ৯টি সেনা পদক এবং বিশিষ্ট সেবার জন্য ১৬টি পদক। নৌবাহিনীর বিভিন্ন ইউনিটকে বিগত বছরে তাঁদের অসামান্য সেবার জন্য শংসাপত্র দিয়ে সম্মানিতও করা হয়। নৌসেনা প্রধান এডমিরাল সুনীল লাম্বা ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কারগুলো প্রাপকদের হাতে তুলে দেন। এই অনুষ্ঠান উপলক্ষ্যে এডমিরাল লাম্বা জানান, নৌসেনা জওয়ানদের কাছে কর্তব্য পালনে নিষ্ঠা প্রদর্শন ও সাহসিকতার জন্য অসামান্য স্বীকৃতিদানের দিক থেকে এই অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য রয়েছে।