আজ বাইশে জুলাই রবিবার, জানেন কি আজকের এই দিনটিই ভারতের জাতীয় পতাকার জন্মদিন|যার প্রকৃত নকশাকারী একজন মহিলা, সুরাইয়া বদরুদ্দিন তায়াবজি ছিলেন এই গেরুয়া সাদা ও সবুজ তেরঙ্গা পতাকার নকশাকারী| যার নকশার পতাকা সারা ভারত জুড়ে আমরা বিশেষ দিন ও সৌধে ওড়ালেও তার মূল নকশাকারীকে চিনিনা অনেকেই|যিনি আজও ইতিহাসে উপেক্ষিত একটি অধ্যায়|ভারতীয় পতাকার প্রধান নকশাকারী হিসাবে সর্বত্র নাম আসে পিঙ্গালী বেঙকাইয়ার কিন্তু ইতিহাস বলছে এর অন্য কথা| তাঁর তৈরী এই এই পতাকা প্রথম গৃহীত হয় ১৯৪৭য়ের ১৭ই জুলাই|
১৯৪৭য়ে ২২শে জুলাই স্বাধীনতা লাভের বেশ কিছুদিন আগে গণপরিষদের সভায় স্থির হয় যে ভারতের জাতীয় পতাকা হতে হবে সব সম্প্রদায়ের কাছে গ্রহনযোগ্য|সেইমত আয়তাকার তেরঙ্গা পতাকার মাঝে রাখা হয় অশোকচক্রকে|যা অশোকসম্রাট নির্মিত অশোকস্তম্ভ থেকে নেওয়া|যেহেতু সম্রাট অশোক সব সম্প্রদায়ের কাছে ছিলেন শ্রদ্ধেয় সেহেতু ২৪টি দন্ডযুক্ত অশোকচক্র স্থান পায় ভারতের জাতীয় পতাকায়|সুরাইয়া তায়াবজির তৈরী ভারতীয় পতাকা সম্পর্কে ভারতীয় ইতিহাসে সেইভাবে উল্লেখ না থাকলেও তার ইতিহাস জানা যায় এক ব্রিটিশ লেখকের বিবৃতিতে, যেখানে লেখা ছিল ভারতের বিভিন্ন ইতিহাসের বিতর্কের মধ্যে অন্যতম হলো এই যে ভারতের পতাকাটি এক মুসলিম নারীর হাতে নকশাপ্রাপ্ত|কিন্তু ভারতের ইতিহাসে, পাঠ্য বইতে কোথাও এই দূরদর্শী নারীর কথা উল্লেখ নেই এমনকি ব্রিটিশ লেখকের বিবৃতির পরেও অধিকাংশ ভারতীয়ের কাছেই তা অজানা- অধরা|ভারতীয় পতাকার এক প্রকৃত নকশাকারী হিসেবে যিনি কোনদিন স্বীকৃতিই পেলেন না|অপ্রকাশ্যেই থেকে গেল এক ভারতীয় নারীর কৃতিত্ব|