কলিযুগে ফের জন্ম ‘হাল্ক’–এর

 

বাড়িতে ছোট সদস্যর আসার খবর পাওয়ার পর থেকেই ভাবনাচিন্তা শুরু হয়, সে বাবার মতো দেখতে হবে  না মায়ের মতো| গায়ের রংই বা কার মতো পাবে| অনেকসময় শিশুর গায়ের রং মায়ের সাথে মেলে তো কখনো বাবার সাথে মেলে| কিন্তু সম্প্রতি এক শিহুর গায়ের রং নিয়ে হুলুস্থুল বেঁধেছে সোশ্যাল মিডিয়ায়| তার কারণ আমেরিকায় ঘটেছে এক অদ্ভুত ঘটনা| সাদা রঙের এক জার্মান শেফার্ড-এর হয়েছে কিনা সবুজ রঙের ছানা|

অবাক করার মতোই ঘটনা| সারমেয়দের নানা সময়ে করা নানা মজার কাজকর্ম আমাদের নানাভাবে আনন্দ দিয়ে থাকে বরাবরই| তারা নানা অবাক করা কাজও করে থাকে মাঝেমধ্যেই| কিন্তু সবুজ ছানার জন্ম দেওয়া হয়তো সারমেয় জগতের কাছেও এক অবিশ্বাস্য ঘটনা| এই ঘটনায় অবাক সারমেয়কুল থেকে শুরু করে সাধারণ মানুষ| সোশ্যাল মিডিয়াও যথারীতি উত্তাল এই ঘটনায়| আমেরিকার হেউড কাউন্টি-তে সানা এক মহিলার পালিত পোষ্য জিপসী, একটি সাদা রঙের জার্মান শেফার্ড| এই জিপসীই সম্প্রতি জন্ম দিয়েছে ৮টি ছানার যার মধ্যে একটির রং হয়েছে সবুজ| জানা গেছে, বাকিদের গায়ের রং মায়ের মতই সাদা হয়েছে| কিন্তু একটি ছানা কিভাবে সবুজ হলো তা নিয়ে আলোচনা তুঙ্গে| সানা নিজে জানিয়েছেন, তিনি সবুজ ছানা দেখে নিজেই প্রথমে ঘাবড়ে গেছিলেন| তিনি চিকিত্সক ডেকে আনলে সেই চিকিত্সক জানান, জিপসীর পেটে থাকা কোনো মেকোনিয়াম থেকেই ছানাটির রং সবুজ হয়ে গেছে| মেকোনিয়াম হলো ইনফ্যান্ট স্তন্যপায়ী প্রাণীর প্রথম মল| মেকোনিয়ামের ফলে সেই ছানাটির গায়ের রং বদলে গেছে বলেই ধারণা চিকিত্সকদের| তবে তার শারীরিক কোনো সমস্যা নেই বলেই জানিয়েছেন সানা| চিকিত্সকদের কথা অনুযায়ী, স্নান শুরু করলে এবং জিপসী ছানাটিকে চাটা শুরু করলে ধীরে ধীরে হালকা হতে শুরু করবে তার গায়ের এই সবুজ রং|

আগেই জানানো হয়েছে এই ছানাটিকে নিয়ে এই মুহূর্তে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া| জানা গেছে, এই অদ্ভুত গায়ের রঙের জন্য সানা তার নাম দিয়েছেন ‘হাল্ক’| সানা জানিয়েছেন, হাল্ক তার মায়ের চতুর্থ সন্তান ছিল| পরের ছানাগুলি আবারও মায়ের গায়ের রংই পেয়েছে| এই কলিযুগের হাল্ক-এই আপাতত মেতে নেটিজেনরা|       

এটা শেয়ার করতে পারো

...

Loading...