দক্ষ এক অভিনেতা

সতীন্দ্র ভট্টাচার্য, নামটা কি অচেনা ঠেকছে? জেন ওয়াই এর কাছে অচেনা হওয়ারই কথা, কারন তিনি হয়তো "ইন্ডাস্ট্রি" হতে পারেননি, তথাকথিত স্টার বলতে যা বোঝায় তিনি তা ছিলেন না আর জনপ্রিয় হয়ে উঠতেও পারেননি বা বলা ভালো হতে চাননি, তবে যারা বাংলা ভাষার চলচ্চিত্র ভালোবাসেন তাদের মনে এই নাম মুছে যাওয়ার কথা নয়, হ্যাঁ ইনিই ঋত্বিক কুমার ঘটকের নাগরিক, কোমল গান্ধার, সুবর্ণরেখা, 'বাড়ি থেকে পালিয়ে'তে নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়ে সকলকে তাকে লাগিয়ে দিয়েছিলেন।  অযান্ত্রিক সিনেমাতে একটি দৃশ্যে তার সংলাপ "রসিকতা করছে মামা" দর্শকদের মনের মধ্যে থেকে যাওয়ারই কথা।

           শুধু ঋত্বিক ঘটকই নন সত্যজিৎ রায়ের একটি ছক ভাঙা সিনেমা 'কাপুরুষ ও মহাপুরুষ'-এ সতীন্দ্র ভট্টাচার্যের দাপুটে অভিনয় ছিল চোখে পড়ার মতো, নিত্যানন্দ দত্তের পরিচালনায় এবং সত্যজিৎ রায়েরই চিত্রনাট্য ও সংলাপে আর একটি চলচ্চিত্র 'বাক্সবদল'-এ  একজন সাদাসিধে সরল তরুণের চরিত্রে তিনি অনবদ্য, বলতে গেলে সত্যজিৎ আর ঋত্বিকের ছবিতে সতীন্দ্রই হয়ে উঠতেন আস্তিনে যত্ন করে লুকিয়ে রাখা তাসটি, শুধুই কি তাই? আশির দশকের প্রথম দিক অবধি বাংলায় পৌরানিক কাহিনী নির্ভর সিনেমা তৈরি হওয়ার এক দীর্ঘ ঐতিহ্য ছিল, সেই রকমই একটি সিনেমা দক্ষযজ্ঞতে সতীন্দ্র ভট্টাচার্য ছিলেন মহাদেব শিবের ভূমিকায়, মতামত ব্যক্তিগত হলেও জানাই, ভারতবর্ষে যত পুরাণ নির্ভর সিনেমা বা সিরিয়াল তৈরি হয়েছে এবং সেখানে শিবের চরিত্রে যারা অভিনয় করেছে তাদের মধ্যে সতীন্দ্র ভট্টাচার্য ছিলেন যথাযথ আর বাংলা লোককথায় বা মঙ্গলকাব্যগুলিতে শিবের যা বর্ণনা সতীন্দ্র ছিলেন তার ফোটোকপি। একজন অভিনেতা দুটি ভিন্ন ধারার সিনেমায় সমান দক্ষতার সাথে যেভাবে অভিনয় করে গিয়েছেন তা ভাবলেই অবাক লাগে। এত কিছুর পরেও এই মানুষটি শতকরা ৯০% বাঙালির কাছে এখনও অপরিচিত এবং আন্ডাররেটেড রয়ে গেছেন, আসলে বাঙালির স্বভাবই আন্ডাররেটেড জিনিসকে ওভাররেটেড বানিয়ে তাকে নিয়ে হইচই করা তাই আসল তারকারা হয়তো অন্ধকারেই  থাকেন। গানের  ভাষায় বলতে গেলে বলা যায় "কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো আকাশ কি মনে রাখে"। তবে নটেগাছটি মুড়োবার আগে নৈরাশ্যবাদী না হয়ে বলি এই মানুষটিকে যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি করে মনে রাখে বিশেষ করে, ভারত ও বাংলাদেশের সিনেমাপ্রেমীরা যদি তাদের কাজের অনুপ্রেরণা পান সতীন্দ্র ভট্টাচার্যের কাজের থেকে সেটাই হবে তার প্রতি যোগ্য সম্মান।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...