নতুন বছরের শুরুতেই খুশির মহল আলিপুর চিড়িয়াখানায়। বর্ষশেষের দিন চারদিকে যখন ভ্রমণপ্রিয় মানুষের ভিড় ঠিক তখনই প্রসবা বেদনা অনুভূত হয় এক স্ত্রী জিরাফের। কতৃপক্ষের অনেক অনুরোধে দর্শক সেই স্থান খালি করে দিলে এক সুস্থ্য শাবকের জন্ম দেয় সেই জিরাফটি। স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় এই জিরাফের প্রসবের সময় থাকে নানা সমস্যা। তাই মা জিরাফকে একা রাখা খুবই প্রয়োজন। তাই চিড়িয়াখানা কতৃপক্ষ সেই স্থান খালি করার জন্য দর্শকদের অনুরোধ করেন। স্থানটি খালি হওয়ার পরই সেখানে মোতায়েন করা হয় ওয়াটগঞ্জ থানার পুলিশদের। চিড়িয়াখানা কর্মীদের তৎপরতায় সুস্থ্য সন্তানের জন্ম দেয় স্ত্রী জিরাফটি। বিশেষ পর্যবেক্ষণের জন্য তাদের লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে। তবে চিড়িয়াখানা কতৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই দর্শকের মন জয় করতে হাজির হবে নতুন এই খুদে সদস্য। এই নতুন সদস্যের জন্মের সাথে সাথে চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা হল ১১।