স্নাতক ডিগ্রী পেল হাঁস

স্নাতক ডিগ্রী মানুষে লাভ করে শুনেছেন কিন্তু একটি হাঁস স্নাতক? তাও কী বিশ্বাসযোগ্য? কখনই না, কিন্তু এই পৃথিবীতে তাও সম্ভব| এটি ফ্লোরিডার ঘটনা, এবার সেখানে একটি হাঁস লাভ করল স্নাতক ডিগ্রী যা সত্যিই অবিশ্বাস্য| মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাঁস রীতিমত পাশ করল স্নাতক ডিগ্রী| হাঁসটির নাম ‘সার্জিও’ যাকে দ্য মিরাকেল ডাক’ নাম দেওয়া হয়েছে| যাঁকে দেখতে এই মুহুর্তে ভিড় জমিয়েছেন বহু মানুষ| ফ্লোরিডার ‘সানট্রি এলিমেন্টারি স্কুলে’ মোট ৪০ টি হাঁস জোগাড় করা হয়| বহু পরীক্ষা নিরীক্ষায় বাকি হাঁস গুলি মারা গেলেও ‘সার্জিও’ জীবিত থাকে| এরপরই স্কুল কতৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই হাঁসটিকে ডিগ্রী দেওয়ার|

এটা শেয়ার করতে পারো

...

Loading...