রাজনীতির বাইরে এ এক ভিন্ন মদন

মদন মিত্র যেখানে সেখানে চমক থাকবে না তা কী হয়?  একেবারেই না। তাই এবার 'অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া' সহযোগিতার হাত বাড়িয়ে দিল 'ইন্ডিয়াস লার্জেস্ট থিয়েটার ফেস্টিভ্যাল'কে সফল করতে। এই সংস্থার সভাপতি মদন মিত্র। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতার কলামন্দিরে অনুষ্ঠিত হবে নাট্য সাহিত্যের বিশ্বখ্যাত স্রষ্টা শেকসপিয়ারের দুটি নাটক "ম্যাকবেথ" এবং "অ্যাজ ইউ লাইক ইট।" অভিনয়ে রয়েছেন কালকি কোচলিন, রজত কাপুর, রণভির শোরে, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।

              কেন এই উদ্যোগ নিচ্ছেন? উত্তরে মদন মিত্র জানান, "এক সময় সারা দেশের নাট্যচর্চাকে ধরে রেখেছিলেন বাংলার বিখ্যাত নাট্যকার শম্ভু মিত্র, তৃপ্তি মিত্রর মতো ব্যক্তিত্বরা। সেই ধারা এখন বহন করছেন সাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ-রা। বাংলায় এখনও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনোজ মিত্র, ব্রাত্য বসু, গৌতম হালদারের মতো নাট্যকার রয়েছেন। তবে এখানে নাটকে সেই বহমানতা কোথাও যেন একটু স্তিমিত হয়ে পড়ছে। এই বিষয়টাতে গতি সঞ্চার করতেই আমার এই উদ্যোগ। একটি বেসরকারি সংস্থা এই নাট্য উৎসবের উদ্যোক্তাঅটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া আছে সহযোগিতায়। এই নাট্য উৎসব থেকে যে টাকা আয় হবে তা কলকাতার পাঁচটা গ্রুপ থিয়েটারের শ্রীবৃদ্ধির জন্য অনুদান হিসেবে দেওয়া হবে। আর আয়ের অন্য একটা অংশ দিয়ে দু'জন দুঃস্থ পড়ুয়াকে সাহায্য করা হবে। এরপর বাংলার থেকে বাছাই করা নাটকের দল নিয়ে মুম্বইতে একই রকম নাট্য উৎসবের আয়োজন করা হবে।"

       গত বছরও শিশু নাট্য উৎসবের ট্রান্সপোর্ট পার্টনার ছিল ইস্টার্ন ইন্ডিয়া অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা এএইআই। আসলে মদন মিত্র এএইআই-র সভাপতি হওয়ার পরই বিভিন্ন সমাজিক কাজে হাত দিয়েছে এএইআই। আাগামী দিনেও নিত্যনতুন ভাবনা ও বিষয় নিয়ে এএইআই এগিয়ে আসবে বলে জানান সংস্থার সভাপতি মদন মিত্র। তিনি কখনই নিজেকে শুধুমাত্র রাজনীতিতেই নিজেকে আটকে রাখেননি। তাঁর বিচরণ সর্বত্র। তাই এএইআই-র সভাপতি হিসেবে তাঁঁর বক্তব্য, "শুধু ইংলিশে অনার্সের পড়ুয়ারাই কেন? আমি চাই শান্তিনিকেতনে যাঁরা শুধু বাংলা নিয়ে পড়ছেন, তাঁরাও শেকসপিয়ারের এই দুটো নাটক দেখুন।"

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...