সামনেই রথযাত্রা, ঘুরবে রথের চাকা| সবার মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে| যাঁরা পুরীতে যেতে ইচ্ছুক তাঁরা নিশ্চই টিকিট বুক ফেলেছেন এতদিনে নাকি তত্কালীন টিকিট কাটার প্লান আছে? সে যাই হোক..
আইআরসিটিসি প্রস্তাব জারি হয়েছে রেল বোর্ডের কাছে| ট্রেনে একটা বদল আসতে চলেছে| জানতে চান সেটি কি?
নিশ্চই বলবো, রাজধানী ও দুরান্ত এক্সপ্রেস-এর কিছু ট্রেনের খাবারে আসছে সুস্বাদু বদল! এই বদল কার্যকরী হবে ১৫ই জুলাই থেকে| বিশেষ নজদারি শতাব্দী এক্সপ্রেসের ওপর| ননভেজ ও ভেজ উভই মিলেই থাকবে নতুন চমক| সে বনলেস চিকেন হোক কি ডিমের কারি|
মোট ১০টি শতাব্দী এক্সপ্রেসে হবে এই বদল| খারারের এই সুস্বাদু বদল থাকবে প্রধানত ৫টি রুটের শতাব্দী এক্সপ্রেসে, সেগুলি হলো:
১) গৌহাটি-ডিব্রুগড়,
২) গৌহাটি-নাহারলাগুন,
৩) পুণে-সেকেন্দ্রবাদ,
৪) হাওড়া-পুরী,
৫) চেন্নাই-বেঙ্গালুরু,
সুত্র থেকে জানা গিয়েছে আঞ্চলিক খাবারের সমহার থাকবে কম্বো মিলে| এছাড়াও রাজমা-চাউল, ইডিল-সম্বর, চানা-বাটোরা ইত্যাদি খাবার নতুন সুস্বাদু তালিকায় যুক্ত হচ্ছে।