তাজ্জব কান্ড! বিড়ালের গলায় হাঁসের ‘প্যাঁক প্যাঁক’

বাড়িতে পোষ্য রাখতে অনেকেই পছন্দ করেন। আজকাল নানারকমের জীবকে পোষ্য বানাতে দেখা যায়| কচ্ছপ, কুমির, টিকটিকি, ফড়িং, প্রজাপতি –কি নেই সেই তালিকায়! তবে বেশিভাগ ঘরে সাধারণত পোষ্য হিসাবে দেখা যায় কুকুর কিংবা বিড়ালকে| আমরা বিভিন্ন প্রজাতির বিড়াল-কুকুর দেখতে পাই, তবে বিড়ালের গলায় কখনো হাঁসের আওয়াজ শুনেছেন?

সত্যি অবাক করার মতোই... একটি বিড়ালের গলার স্বর নাকি হাঁসের মতো, অর্থাৎ বিড়ালটির আওয়াজে শোনা গেলপ্যাঁক প্যাঁকশব্দ| ভাবছেন তো, এটা কী করে সম্ভব?

একটি ছোট্ট বিড়াল ছানা, যে টেক্সাসের পাম ভ্যালি অ্যানিমাল সেন্টার-এর একজন সদস্য| সম্প্রতি সারা থর্নটন নামের এক ইউএস-এর বাসিন্দা গোচরে আসে এই ছোট্ট প্রাণীটি|

সারা একজন প্রাণীপ্রেমী| সম্প্রতি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও শেয়ার করেন যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে| সোশ্যাল মিডিয়ার এই পোস্টটি ইতিমধ্যে ১.৭ হাজার বার শেয়ার হয়েছে| এছাড়াও ১.৬ হাজার কমেন্ট ১.৩ হাজার লাইক-রিয়াক্ট পেয়েছে

পোস্টটির ট্যাগলাইনে ছোট্ট বিড়াল ছানাটিকেমেলভিনবলে উল্লেখ করা হয়েছে| প্রকৃতপক্ষে বিড়ালটির গলার স্বর কর্কশ হওয়ায়মিয়াউআওয়াজই প্যাঁক প্যাঁক শুনতে লাগছে|

দেখে নিন একবার সেই ভাইরাল হওয়া ভিডিওটি:

এছাড়াও জানা গিয়েছে, এই ভাইরাল হওয়া বিড়ালটিকে দত্তক নেওয়া হয়েছে| ইনস্টাগ্রামের একটি পোস্টে মেলভিন-এর সম্পর্কে বলা হয়েছে...ছোট্ট সুন্দরী ‘মেলভিন’ তাঁর নতুন বাবা-মায়ের হৃদয় হরণ  করছে। শুধু তাই নয়, বাড়িতে তার সঙ্গে মজা করার জন্য আরো দুই বন্ধুও অপেক্ষা করছে|

দেখে নেওয়া যাক সেই পোস্টটি:

এটা শেয়ার করতে পারো

...

Loading...