চারুলতা নামটা শুনলেই মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের জনপ্রিয় ছবি চারুলতার কথা। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মাধবী মুখার্জির অভিনয় যেখানে মন জয় করেছিল সকলের। কিন্তু এখানে সেই চারুলতার কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে চারুলতা পটেলের কথা। যারা কালকের ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখেছেন তাদের কাছে নতুন করে এনার সম্পর্কে বলার কিছু নেই। যারা ম্যাচ দেখেননি তারাও ইতিমধ্যেই এনার ব্যাপারে অবগত। ইনিই সেই ৮৭ বছর বয়সী ঠাকুমা যিনি কাল এজবাস্টনের গ্যালারিতে বসে ইন্ডিয়াকে চিয়ার আপ করে গেছেন। কখনো ভেঁপু বাজিয়ে তো কখনো সেলফি তুলে মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে গেছেন তিনি। বয়সটা যে কোনো কিছুতে বাধা হয়ে দাঁড়াতে পারেনা তার প্রকৃত উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই বৃদ্ধা।
মঙ্গলবার কমেন্ট্রি করার সময় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রথম লক্ষ্য করেন হুইল চেয়ারে বসে খেলা দেখতে আসা এই বৃদ্ধাকে।তার কিছুক্ষনের মধ্যেই তার ভেঁপু বাজানোর ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্রিকেটের বড় বড় তারকারাও। টিম ইন্ডিয়ার এই স্পেশাল ফ্যান সেই মুহূর্তে তার চারপাশ মাতিয়ে রাখতেই ব্যস্ত ছিলেন। তার আশেপাশে বসা বাকি ফ্যানরাও তখন তারসাথে ছবি তুলতেই ব্যস্ত। হুইল চেয়ার বসে ইন্ডিয়াকে চিয়ার করার ছবি পোস্ট করেন টিম ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভনও।
You've got to love this passion!#TeamIndia | #BANvIND | #CWC19 pic.twitter.com/v1BHcWB7Lx
— Cricket World Cup (@cricketworldcup) July 2, 2019
মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া ঠাকুমা কিন্তু জানালেন, তাকে সবাই ৮৭ বছর বয়সী বললেও চলতি বছরের মে মাসে কিন্তু তার ৮৮ বছর কমপ্লিট হয়ে গেছে। তার এই ক্রিকেট প্রেমের খবর পেয়ে তার সাথে দেখা করে আশীর্বাদ নেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। বয়সকে হার মানিয়ে এতদূরে খেলা দেখতে আসা এবং কন্টিনিউ চিয়ার করে যাওয়া এই বৃদ্ধার ছবি দেখে আপ্লুত মাহিন্দ্রা গ্রূপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, টিম ইন্ডিয়ার এই সেরা ফ্যানের জন্য টিম ইন্ডিয়ার আগামী সবকটি ম্যাচের টিকিট স্পনসর করবেন তিনি। তার জন্য সব টিকিট হয়ে যাবে ফ্রি। এই বৃদ্ধাকেই কালকের ম্যাচের 'লেডি লাক' বলেই মনে করা হচ্ছে। তাই আগামী ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে চারুলতা পটেল যাতে মাঠে উপস্থিত থাকেন তার জন্যই এই সিদ্ধান্ত, জানালেন আনন্দ মাহিন্দ্রা।